আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশে মহিলাদের উপর অপরাধ বাড়ছে। উদ্বেগ প্রকাশ করে বললেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তিনি আরও বলেন, যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে তা রীতিমতো উদ্বেগের। সমস্ত রাজনৈতিক দলের উচিত এর বিরুদ্ধে সকলে মিলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।
মহারাষ্ট্র, বিহার, কনৌজ, আগ্রা এবং ফারুকাবাদে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেন বিএসপি সুপ্রিমো। নিজের এক্স হ্যান্ডেলে মায়াবতী বলেন, অবিলম্বে দেশের বিভিন্ন দলগুলি এক হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। নারী নির্যাতন রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ঘটনার সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেললে হবে না বলে দাবি করেন মায়াবতী। প্রতিটি মহিলার অধিকার নিশ্চিত করতে হবে। আগামীদিনে এই বিষয়টি সংসদে আলোচনা করা হোক বলেও দাবি করেন বিএসপি সুপ্রিমো।
তাঁর মতে, দেশের বিভিন্ন প্রান্তে নাবালিকারা যেভাবে নিগ্রহীত হচ্ছে তা সমর্থনযোগ্য নয়। অবিলম্বে কেন্দ্র সরকারের উচিত এর বিরুদ্ধে বিশেষ আইন নিয়ে আসা। যার ফলে অপরাধীদের মনে ভয় তৈরি হবে। তারা যেকোনও ধরণের অপরাধ করার আগে হাজারবার ভাববে। ভয় তৈরি না হলে এই অপরাধ কমানো যাবে না বলেও জানিয়েছেন বিএসপি সুপ্রিমো।
