আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তারা জানিয়ে দিয়েছে এই সময় একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটি জুলাই মাসের পর এবার আগস্ট মাসেও তার খেলা দেখাবে। ফলে সেখান থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অসম, অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশে। 


পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে দিল্লির তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সেখান থেকে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেখানে এই তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমে যেতে পারে। অন্যদিকে যদি দিনের বেলা সামান্য গরম তৈর হয় তাহলেও সেটি ৩৩ থেকে ৩৫ ডিগ্রির বেশি হবে না। ফলে দিল্লিতে পরিবেশ এখন ভাল থাকবে।


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে দেশের এই প্রান্তগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আকাশ দিনের বেলা মেঘলা থাকবে। পাশাপাশি দিল্লির বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দিল্লির বাসিন্দাদের বর্তমানে এবিষয়ে খানিকটা সতর্ক হয়ে থাকতে বলা হয়েছে। 


অন্যদিকে অসম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এটি শনিবার থেকে শুরু হয়ে কয়েকদিন ধরে চলবে। আরব সাগরে যারা মাছ ধরতে যান তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিষেধ জারি রয়েছে ৫ আগস্ট পর্যন্ত। পাশাপাশি তামিলনাড়ু, কেরালাতে আগামী ৫ দিন ধরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেশের পশ্চিম দিকের রাজ্যগুলি আগামী ৬ দিন ভারী বৃষ্টির সামনে পড়বে। 


পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৭ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থানেও আগামী এক সপ্তাহ ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।


হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, অসমের কয়েকটি অংশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে। এছাড়া দেশের বাকি অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই পরিস্থিতি আগস্ট মাসভর চলবে। পাশাপাশি সেপ্টেম্বর মাসেও এই বৃষ্টিপাত চলবে।


টানা বৃষ্টির হাত থেকে এবার রেহাই মিলতে পারে। অবশেষে দক্ষিণবঙ্গের উপর থেকে ঘূর্ণাবর্ত সরতে শুরু করেছে। তা এগোচ্ছে উত্তরবঙ্গের দিকে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এবার কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও শুক্রবার দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টি আপাতত আর বেশি দিন স্থায়ী হবে না। বদলে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বা়ড়ছে।


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার এবং শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। এ ছাড়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে কোনও কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা শুধু শুক্রবারে সীমাবদ্ধ। তবে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় এখনও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আপাতত কোনও সতর্কতা নেই।

আরও পড়ুন: ঘরে আরশোলার উপদ্রব? সাবধান, তাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে এটিও


দক্ষিণে বৃষ্টি কমলেও দুর্যোগের সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে একাধিক জেলায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত অতি ভারী বর্ষণও হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ ছাড়া শনি, রবি ও মঙ্গলবার উত্তর দিনাজপুরে এবং মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আলিপুর।