আজকাল ওয়েবডেস্ক: রাত ১১টা বেজে ৫৫ মিনিট। ২১তম জন্মদিনের ঠিক পাঁচ মিনিট আগেই সবশেষ। আইআইটি এলাহাবাদের মেধাবী পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাহুল মাদালা চৈতন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এলাহাবাদের প্রথম বর্ষের মেধাবী পড়ুয়া ছিলেন। তেলেঙ্গানার এই পড়ুয়া বিশেষভাবে সক্ষম ছিলেন। রবিবার আইআইটি'র ক্যাম্পাসে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। 

 

পুলিশের প্রাথমিক অনুমান, কলেজের হস্টেলের ছ'তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন পড়ুয়া। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি‌। তিনি একটি বিষয়ে পাশ করতে পারেননি। তার জেরে হতাশায় ভুগছিলেন। পাশ করতে না পারায় চরম পদক্ষেপ করেছেন বলে অনুমান। 

 

অন্যদিকে রাহুলের মা জানিয়েছেন, রবিবার তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন ছেলে। মেসেজে লেখা ছিল, 'বাবা ও ভাইয়ের যত্ন নিও।' এরপর আর তাঁর সঙ্গে কোনও কথা হয়নি। বারবার ফোন করলেও, সাড়া মেলেনি রাহুলের। তখন ছেলের বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। ফোন কথা বলতে বলতেই হঠাৎ ফোন কেটে দেন রাহুলের বন্ধু। তারপরেই জানায়, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

 

তেলেঙ্গানা থেকে কলেজে পৌঁছে পরিবার জানতে পারে, রাহুল আত্মঘাতী হয়েছেন। কলেজের তরফে জানানো হয়েছে, গত ছ'মাস তিনি ক্লাসেও উপস্থিত ছিলেন না। বিষয়টি কেন পরিবারকে জানানো হয়নি, তা ঘিরেও ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে৷ তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে৷