আজকাল ওয়েবডেস্ক: আইএএস অফিসার হয়েও কৃষক হয়েই জীবন কাটাচ্ছেন পাঞ্জাবের এক ব্যক্তি। কাহান সিং পান্নুর এই কাহিনী সকলকে অবাক করে দিয়েছে। জন্ম থেকেই তিনি কৃষকের বাড়ির সন্তান। তবে সেখান থেকে মেধাবী ছাত্র কাহান আইএএস অফিসারের পরীক্ষায় পাস করেন। যদি তিনি চাইতেন তাহলে সেখানে নিজে চাকরি করে দিন কাটাতে পারতেন। তবে তিনি সেটা না করে কৃষিতেই মন দেন। এরপরই ধান উৎপাদনে মাত্র ২৫ শতাংশ জল ব্যবহার করে তিনি সকলকে তাক লাগিয়ে দিলেন।


কাহান জানিয়েছেন, যে এলাকায় তিনি থাকেন সেখানে জলের সমস্যা রয়েছে। তবে তাকে তিনি আমল দিতে চান না। কম জলে চাষ করাই ছিল তার প্রধান টার্গেট। তাকে তিনি পূরণ করেছেন নিজের মতো করে। খারিফ সিজনে পাঞ্জাবের ৮৭ শতাংশ এলাকায় ধান চাষ করা হয়। তবে জলের অভাব থাকে বলে সেখানে বরাবরই চাষের সমস্যা ছিল।


নতুন উপায়ে ধান চাষ করে সকলকে অবাক করে দিয়েছেন কাহান। তিনি এমন উপায়ে ধান চাষ করেছেন যেখান থেকে জল কম লাগবে। আর সেখানেই তিনি বাজিমাত করে দিয়েছেন। প্রতিদিন যারা চাষের কাজ করেন তাদের তিনি এই নতুন পদ্ধতিতে চাষ করা শেখাচ্ছেন। তার কাছ থেকে এই নতুন পদ্ধতি শিখে অন্য কৃষকরাও অনেকটাই স্বস্তিবোধ করছেন।

 


কাহানের এই বিপ্লব দেখে অবাক হয়েছে পাঞ্জাব প্রশাসনও। তারাও চাইছেন যাতে কাহানের পথ অনুসরণ করে তারা কম জল দিয়ে ধান চাষের কাজটি করতে পারেন। কাহানের সঙ্গে তারা এবিষয়ে কথাও বলেছেন। যে পদ্ধতিতে কাহান চাষ করেছে তার তারিফ করেছেন পাঞ্জাব কৃষি বিভাগও।