আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের মঁ দ্য মারসাঁ বিমানঘাঁটিতে শুরু হতে চলেছে ভারতীয় বায়ুসেনা এবং ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের অন্যতম মর্যাদাপূর্ণ দ্বিপাক্ষিক বিমান মহড়া ‘গরুড়া ২৫’-এর অষ্টম সংস্করণ। আগামী ১৬ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বিমান মহড়া। ইতিমধ্যেই ১০ নভেম্বর ফ্রান্সে পৌঁছে গিয়েছে ভারতীয় বায়ুসেনার কন্টিনজেন্ট।

এই বছর মহড়ায় ভারত অংশ নিচ্ছে শক্তিশালী সু-৩০ (Su-30 MKI) এমকেআই যুদ্ধবিমান নিয়ে। বাহিনীর ভারী পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার ৩ (C-17 Globemasterlll) মহড়ার ইনডাকশন ও ডি-ইনডাকশন পর্যায়ে লজিস্টিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি আকাশে জ্বালানি ভরে যুদ্ধবিমানের উড়ান সক্ষমতা বাড়ানোর জন্য মোতায়েন করা হয়েছে আইএল-৭৮ এয়ার টু এয়ার (IL-78 Air-to-air) রিফুয়েলিং ট্যাঙ্কার।

মহড়ার মূল আকর্ষণ

সু-৩০ এমকেআই এবার মুখোমুখি হবে ফরাসি বহুমুখী যুদ্ধবিমানগুলির। জটিল সিমুলেটেড আকাশযুদ্ধ, আকাশ থেকে আকাশ লড়াই, বিমান প্রতিরক্ষা এবং যৌথ আঘাত হানার মতো চ্যালেঞ্জিং অপারেশনে এক সঙ্গে অংশ নেবে দুই দেশের শীর্ষস্থানীয় পাইলটরা। বাস্তব যুদ্ধপরিস্থিতির মতো পরিবেশে অনুষ্ঠিত এই মহড়া দুই বাহিনীর কৌশল ও অপারেশনাল দক্ষতা আরও পরিশীলিত করবে। 

শুধু আকাশযুদ্ধ নয়, ‘গরুডা ২৫’ দুই দেশের বায়ুসেনার মধ্যে পেশাগত যোগাযোগ, অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় এবং সর্বোত্তম সামরিক চর্চা ভাগ করে নেওয়ার একটি বিরল প্ল্যাটফর্ম তৈরি করে। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ বিদেশি বায়ুসেনাগুলোর সঙ্গে বহুপাক্ষিক মহড়া ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিরই প্রতিফলন এই অংশগ্রহণ।

ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছনোর আরও একটি ইঙ্গিত হয়ে উঠেছে ‘গরুডা ২৫’। যেখানে আকাশে পাশাপাশি উড়ে দুই দেশের পাইলটরা শুধু শক্তির প্রদর্শনই নয়, ভবিষ্যতের জন্য আরও গভীর কৌশলগত বোঝাপড়া গড়ে তুলছেন।