আজকাল ওয়েবডেস্ক: দেশে বাড়তে থাকা দুর্ঘটনার সংখ্যা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গাডকারি। সংসদে বক্তব্য রাখতে গিয়ে এই চিন্তা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, মানুষের আচরণের পরিবর্তন না হলে এই চিত্র বদলাবে না সহজে। নীতীন বলেন, ''বিদেশে গিয়ে আলোচনায় দুর্ঘটনার কথা উঠলেই লজ্জায় মুখ লুকিয়ে রাখতে হয়।''
বৃহস্পতিবার সংসদের শীতকালীন অধিবেশন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''পরিবহনমন্ত্রীর পদে দায়িত্ব নিয়ে আমি দেশজুড়ে দুর্ঘটনার সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য রেখেছিলাম। বলতে লজ্জা নেই। কমে যাওয়া তো দূর, উল্টে সারা দেশে বেড়ে গিয়েছে দুর্ঘটনার সংখ্যা।'' মন্ত্রী আরও বলেন, ''যখন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাই যেখানে সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়, আমি মুখ লুকানোর চেষ্টা করি।''
গাডকারির জানান, সড়ক দুর্ঘটনায় দেশে বার্ষিক ১.৭৮ লক্ষ প্রাণ যায়। নিহতদের ৬০ শতাংশ ১৮ থেকে ৩৪ বছর বয়সী। উত্তরপ্রদেশে এক বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার মানুষের। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে মৃতের সংখ্যা ১৮ হাজার। মহারাষ্ট্রে ১৫ হাজার এবং মধ্যপ্রদেশে সেই সংখ্যাটি ১৩ হাজার। দিল্লিতে ১৪০০ এবং বেঙ্গালুরুতে ৯১৫ জনের এক বছরে মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এর কারণ হিসাবে মন্ত্রী জানিয়েছেন, রাস্তার উপর ট্রাক রেখে দেওয়া সড়ক দুর্ঘটনার একটি প্রধান কারণ। অনেক ট্রাক লেন অনুসরণ করে না।
