আজকাল ওয়েবডেস্ক: ফেসবুকে এসেছিল কয়েকটি শব্দ। সেটি ছিল আই লাভ ইউ। ব্যাস, তারপরই সব শেষ হয়ে গেল। এক ব্যাঙ্ক কর্মীর অ্যাকাউন্ট থেকে ফাঁকা হয়ে গেল ৭ লাখ টাকা। ঘটনার জেরে হতবাক হয়ে যায় পুলিশ।
এই ঘটনার জেরে রীতিমতো হইচই পড়ে যায় কর্নাটকে। গোটা ঘটনার মধ্যে সাইবার প্রতারকরা জড়িত রয়েছে বলে পুলিশ অনুমান করে। এরপর এই ঘটনার জেরে ৫ জনকে গ্রেপ্তার করে কর্নাটক পুলিশ। এই ঘটনার সঙ্গে একটি বিরাট চক্র জড়িত রয়েছে বলেই অনুমান করছে পুলিশ।
অভিযোগকারী ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন তার ফেসবুকে কয়েকটি শব্দ লিখে পাঠানো হয়। সেখানে লেখা হয়েছিল আই লাভ ইউ। এরপর তার কাছে একটি ফোন আসে। সেই ব্যক্তি দাবি করে তিনি সাইবার পুলিশে কাজ করেন। এরপরই কায়দা করে নানাভাবে তার সঙ্গে কথা বলতে থাকেন প্রতারকরা। তারা এরপরই তার অ্যাকাউন্ট থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেয়।
এরপরই আর দেরি না করে পুলিশকে দ্রুত বিষয়টি জানান তিনি। তদন্তে নেমে পুলিশ ফোনের নম্বরটি ধরে ফেলে। সেখান থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় মামলা রুজু করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এর আগেও এমন ধরণের ঘটনা হয়েছে। তাই প্রতিটি মানুষ যেন আগে থেকেই এই ধরণের লেখা থেকে সাবধান হয়ে যান। যদি এমন কোনও লেখা আসে তাহলে দ্রুত সেটিকে ডিলিট করে দিতে হবে। নাহলে সেখান থেকে প্রতারকরা অতি দ্রুত ফাঁকা করে দিতে পারে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এক্ষেত্রে প্রতারকদের দ্রুত ধরে ফেলা সম্ভব হলেও পরবর্তীকালে এটি নাও হতে পারে। তখন সমস্ত টাকা জলে চলে গিয়েছে বলেই ধরে নিতে হবে।
