আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রথম হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সি চালু হল বারাণসীতে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার নমো ঘাট থেকে এই পরিষেবার উদ্বোধন করেন। আপাতত এই ওয়াটার ট্যাক্সিটি রবিদাস ঘাট এবং নমো ঘাটের মধ্যে চলাচল করবে। পরবর্তীতে এই পরিষেবা, অসি ঘাট এবং মার্কণ্ডেয় ধাম পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
কোচিন শিপইয়ার্ডে নির্মিত এই হাইড্রোজেনচালিত ওয়াটার ট্যাক্সিতে নিরামিষ জলখাবার, সিসিটিভি নজরদারি এবং বায়ো-টয়লেটের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন প্রায় সাত থেকে আটবার এটি আসা-যাওয়া করবে। একসঙ্গে ৫০ জন যাত্রী ওয়াটার ট্যাক্সিতে চড়তে পারবেন। হাইব্রিড ইলেকট্রিক-হাইড্রোজেন ইঞ্জিন থাকায় এই ওয়ার ট্যাক্সি বায়ু দূষণ রোধ করবে ও শব্দদূষণ ছাড়াই যাত্রা করবে।
অত্যাধুনিক এই জলযানটিতে পাঁচটি হাইড্রোজেন সিলিন্ডার রয়েছে। এই জলযান প্রতি ঘন্টায় ১২,০৩৮ কিলোমিটার গতিতে চলতে পারে। ট্যাক্সিটিতে তিন কিলোওয়াটের সোলার প্যানেলও স্থাপন করা হয়েছে। এই উদ্যোগটি ভারত সরকারের, যা 'মেক ইন ইন্ডিয়া' এবং সমস্ত ক্ষেত্রে পরিবেশবান্ধব পরিবহনকে (গ্রিন ট্রান্সপোর্টেশন) উৎসাহিত করার প্রয়াস।
বারাণসীর ওয়াটার ট্যাক্সি পরিষেবা সম্পর্কে কিছু তথ্য:
টিকিটের দাম কত?
ওয়াটার ট্যাক্সি পরিষেবার বর্তমান টিকিটের মূল্য একমুখী যাত্রার জন্য ব্যক্তি পিছু প্রায় ৫০০ টাকা।
সময়সূচী কী?
ট্যাক্সি পরিষেবাটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিকবার চলাচল করবে। বর্তমানে ট্যাক্সিটি প্রতি ১.৫ থেকে ২ ঘন্টা অন্তর চলবে।
কোথা থেকে যাত্রীরা উঠতে পারবেন?
যাত্রীরা নমো ঘাট এবং রবিদাস ঘাট থেকে ট্যাক্সিতে উঠতে পারবেন। ভবিষ্যতে আসি ঘাট এবং মার্কণ্ডেয় ধামেও স্টপেজ করার পরিকল্পনা রয়েছে।
একটি ওয়াটার ট্যাক্সিতে কতজন যাত্রী বহন করা যায়?
প্রতিবারের যাত্রায় এই জলযানে একসঙ্গে ৫০ জন যাত্রী বহন করা যায়।
অনলাইনে টিকিট বুক করার পদ্ধতি: ধাপে ধাপে নির্দেশিকা:
১. বারাণসীর জন্য বিশ্বস্ত বোট-বুকিং ওয়েবসাইটগুলি দেখুন। নমো ঘাট–রবিদাস ঘাট রুটে হাইড্রোজেন ওয়াটার ট্যাক্সি পরিষেবার সময়সূচী নিশ্চিত করতে তালিকাগুলি পরীক্ষা করুন।
২. ফোন/হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট বুক করার জন্য জলসা ক্রুজ লাইনের মতো স্থানীয় অপারেটরদের ওয়েবসাইট দেখুন।
৩. রিজার্ভেশন সম্পন্ন করুন এবং অনলাইনে পেমেন্ট করুন। ঘাটে টিকিট সংগ্রহের সময় দেখানোর জন্য নিশ্চিতকরণ বার্তাটি সংরক্ষণ করুন।
৪. বারাণসী হাইড্রোজেন ওয়াটার ট্যাক্সির জন্য একটি ডেডিকেটেড বুকিং পোর্টালের জন্য নিয়মিতভাবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।
ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কী টিকিটের দামে কোনও ছাড়ের ব্যবস্থা আছে?
এখন পর্যন্ত, প্রবীণ নাগরিক, ছাত্রছাত্রী বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনওছাড়ের কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র প্রতি ব্যক্তি পিছু ৫০০ টাকার একটি নির্দিষ্ট ভাড়ার কথা বলা হয়েছে। কোনও ছাড় সম্পর্কে জানতে যাত্রীরা নমো ঘাটের টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারেন।
