আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানা। সেখানকার এক ঘটনার পর উঠে এসেছে বেশকিছু আলোচনা। কেউ কেউ বলছেন, তেলাঙ্গানার এই ঘটনা কেবল একটি খুনের কিংবা নিছক এক মৃত্যুর ঘটনা নয় কোনওভাবেই। এই ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল, দেশের কোনায় কোনায় কীভাবে বাড়ছে গার্হস্থ্য হিংসার পরিমাণ।
তেলেঙ্গানার মাহাবুবাবাদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বামী মাঝরাতে মটন কারি রান্না করতে নির্দেশ দিয়েছলেন স্ত্রীকে। স্ত্রী তাতে সম্মত হননি। স্বামীর আবদারে রাজি না হয়ে সাফ জানিয়েছিলেন ‘পারব না’। আর তাতেই ঘটে বিপত্তি। শুরু হয় স্ত্রীর উপর নির্মম অত্যাচার।
জানা গিয়েছে, ওই মহিলার নাম মালোত কলাবতী। বয়স আনুমানিক ৩৫। কলাবতীর মায়ের অভিযোগ, মাঝরাতে তাঁর মেয়ের সঙ্গে বিবাদ বাঁধে মেয়ের স্বামীর। সেই সময় আশেপাশে কেউ ছিলেন না। ওই রান্না করা নিয়ে যে বিবাদের সূচনা হয়, তা পৌঁছে যায় মারাত্মক জায়গায়।
কলাবতীর মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে। বুধবার ঘটনা প্রকাশ্যে আসে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে তদন্ত।
