আজকাল ওয়েবডেস্ক: ঠাকুমাকে হত্যা করে শিবকে উপহার দিল নাতি। শুধু হত্যাই নয়, শিবলিঙ্গকে রক্ত দিয়ে স্নান করিয়েছে অভিযুক্ত। নারকীয় এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। 

 

 

নন্দিনী থানার সীমানার অন্তর্গত নানকাট্টি গ্রামে থাকতেন অভিযুক্ত। ঠাকুমার সঙ্গেই থাকতেন তিনি। নিয়মিত যেতে পাশের শিব মন্দিরে। পুজো অর্চনা করতেন। শনিবার সন্ধ্যায় তাঁর ৭০ বছরের ঠাকুমাকে কুপিয়ে খুন করার পর সেই রক্ত শিবলিঙ্গে নিবেদন করে। পুলিশ এই ঘটনাকে নরবলি বলেই আখ্যা দিয়েছে। 

 

 

শনিবার সন্ধ্যায় হঠাৎই কানে আসে শিব এখানেই আছে বলে কেউ চিৎকার করছে। এলাকাবাসী জড়ো হয়ে দেখেন, গুলশান গোস্বামী নামে ওই যুবক হাতে ত্রিশূল নিয়ে চিৎকার করছে। মন্দিরের গর্ভগৃহ রক্তে মাখামাখি। 

 

 

অভিযুক্ত গুলশান গোস্বামী এরপরই নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় ৷ নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় গুলশান গোস্বামীকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS) ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নন্দিনী থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, নরবলি হয়েছে এখানে। অভিযুক্তকে জেরা করলেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তারা। 

 

 

গ্রামবাসীদের দাবি, ছোট থেকে খুব শিবভক্ত ছিল সে। রোজ পুজো করত শিবের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কুসংস্কারের বশবর্তী হয়েই এই কাণ্ড ঘটিয়েছে তারা।