আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতকে জুড়ে দিয়েছে ভারতীয় রেল। দেশের প্রতিটি প্রান্তে রয়েছে রেলের নেটওয়ার্ক। দ্রুতগতির ট্রেনেরও অভাব নেই ভারতে। পাহাড় থেকে শুরু করে সমুদ্র সর্বত্রই জুড়েছে রেলের নেটওয়ার্ক। তবে জানেন কী ভারতের সবথেকে শ্লথ গতির ট্রেন কোনটি। কোন ট্রেনে উঠে একবার ঘুমিয়ে পড়লেই হল, তারপর নিজের ইচ্ছামত সময়ে উঠলেই দেখবেন আপনার গন্তব্য এখনও অনেক দূর।
দ্রুত গতির ট্রেনের তালিকায় এই ট্রেনটি সবথেকে বেশি শ্লথগতির। হাওড়া-অমৃতসর মেল দেশের সবথেকে শ্লথ ট্রেন। নিজের যাত্রাপথে এটি মোট ১১১ টি স্টেশনে থামে। মোট ১৯১০ কিলোমিটার পথ অতিক্রম করে। এই পথ অতিক্রম করে ৩৭ ঘন্টায়। মোট ৫ টি রাজ্য অতিক্রম করে এই ট্রেনটি। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব যায় এই ট্রেনটি।
এর প্রধান স্টেশনগুলির তালিকায় রয়েছে আসানসোল, পাটনা, বারানসী, লখনউ, বারেলি, আম্বালা, লুধিয়ানা এবং জলন্ধর। এই প্রতিটি স্টেশনেই এই ট্রেনটি দীর্ঘসময় ধরে থেমে থাকে। এই ট্রেনের ভাড়াও বেশ কম। এখানে স্লিপার ক্লাসের ভাড়া ৬৯৫ টাকা, থার্ড ক্লাস এসির ভাড়া ১৮৭০ টাকা, সেকেন্ড ক্লাস এসির ভাড়া ২৭৫৫ টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া ৪৮৩৫ টাকা।
এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত সাতটা পনেরো মিনিটে। এরপর অমৃতসর গিয়ে পৌঁছয় তৃতীয় দিনের সকাল ৮ টা ৪০ মিনিটে। ঠিক একইভাবে অমৃতসর থেকে সন্ধ্যে ৬ টা ২৫ মিনিটে ছাড়ার পর এটি হাওড়া আসে তৃতীয় দিনের সকাল ৭ টা ৩০ মিনিটে। তাই একবার টিকিট কাটলেই নিশ্চিত আরাম।
