আজকাল ওয়েবডেস্ক : আজকের দিনে আধার কার্ড একটি অতি দরকারি কার্ড। যেকোনো সরকারি সুবিধা থেকে শুরু করে নানা অফিসিয়াল কাজের ক্ষেত্রে একমাত্র দরকারি কার্ড হল এই আধার কার্ড। ব্যাঙ্ক একাউন্ট থেকে শুরু করে পেনশন, স্কলারশিপ সবেতেই দরকার হয় এই আধার কার্ড।
অনেক সময় দেখা যায় আমরা আধার কার্ড আপডেট করি। নিজের নামের বানান ভুল থেকে শুরু করে ঠিকানা পরিবর্তন সবই আমরা করে থাকি। নাহলে সঠিক সুবিধা মেলে না। তবে জেনে নিন কতবার আপনি নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন। রয়েছে কিছু নিয়ম।
আধার কার্ডের নাম পরিবর্তন করা যায় দুবার। মানে যদি আপনার নামের কোনও বানান ভুল থাকে তবে দুবার সুযোগ থাকে। যদি বিয়ের পর পদবি পরিবর্তন হয় তাহলেও এই নিয়ম এক থাকে।
আপনার বাড়ির ঠিকানা আপনি যতবার খুশি পরিবর্তন করতে পারেন। এখানে কোনও বাধা নেই। শুধু সঠিক কাগজ দিতে হবে। প্রতিবার ঠিকানা পরিবর্তন করতে আপনার খরচ হবে ৫০ টাকা। তাহলে এই নিয়ম জেনে রাখুন তাহলেই কোনও সমস্যা হবে না।
