আজকাল ওয়েবডেস্ক : যদি নিজের টাকা সঠিকভাবে কাজে লাগাতে চান তাহলে পোস্ট অফিস আপনার কাছে একটি সেরা ঠিকানা। এখানে এমন একটি প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করলেই ফেরত পাবেন তিনগুন টাকা। যখন সন্তান পৃথিবীতে আসে তখন তার অভিভাবক মনে করেন যেন সে ভবিষ্যতে কোনও সমস্যার সামনে না পড়েন। এরপরই সেই সন্তানের জন্য শুরু থেকেই তার অভিভাবকরা বিনিয়োগ করতে শুরু করে দেন।
কেউ বিনিয়োগ করেন পিপিএফে আবার কেউ সুকন্যা যোজনাতে বিনিয়োগ করেন। তবে কয়েকজন মানুষ রয়েছেন যারা তাদের সন্তানের জন্য বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করেন। তাদের কাছে সেরা ঠিকানা হল পোস্ট অফিস। এখানে রয়েছে ৫ বছরের ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে বিনিয়োগ করলেই পাবেন ব্যাঙ্কের থেকে বেশি সুদের হার। এই স্কিমে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে বিনিয়োগ করা টাকা তিনগুন হয়ে ফেরত আসবে। মনে করুন যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ১৫ লক্ষ টাকা ফেরত পাবেন।
তবে কীভাবে এই টাকা তিনগুন হবে সেটি জেনে নেওয়া সবার আগে দরকার। পোস্ট অফিসের এই স্কিম ৫ বছরের জন্য রয়েছে। সেখানে যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর আপনি হাতে পাবেন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। এরপর আর চিন্তা না করে সেই টাকা ফের ৫ বছরের জন্য বিনিয়োগ করে দিতে হবে। ১০ বছর পর আপনি সুদ পাবেন ৫ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা। তাহলে আপনার হাতে চলে আসবে মোট ১০ লক্ষ ৫১ হাজার ১৭৫ টাকা।
এরপর যদি সেই টাকা আবার ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনার হাতে মোট সময় থাকবে ১৫ বছর। তখন আপনি হাতে পাবেন ১৫ লক্ষ ২৪ হাজার ১৪৯ টাকা। এই টাকা দিয়ে নিজের সন্তানের ভবিষ্যত নিশ্চিত করতে পারবেন। পোস্ট অফিস আপনাকে সেই সুযোগ দেবে যেখানে আপনি নিজের টাকা টানা বিনিয়োগ করতে পারবেন।
এবার একনজরে দেখে নিন পোস্ট অফিসের সুদের হারগুলি। ১ বছরের জন্য বার্ষিক সুদের হার রয়েছে ৬.৯ শতাংশ। ২ বছরের জন্য সুদের হার রয়েছে ৭ শতাংশ। ৩ বছরের জন্য সুদের হার রয়েছে ৭.১ শতাংশ। ৫ বছরের জন্য সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ।
একটা কথা মনে রাখবেন পোস্ট অফিসে বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য পোস্ট অফিসে গিয়ে ভাল করে যাচাই করে নেবেন। তারপর নিজের সিদ্ধান্ত নেবেন।
