আজকাল ওয়েবডেস্ক : কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় গোটা দেশে বিক্ষোভ চলছে। অসমে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছে চিকিৎসকরা। তবে এবার আসরে নেমে এই পরিস্থিতি সামলালেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


তিনি বলেন, কলকাতার ঘটনা গোটা দেশে তার প্রভাব ফেলেছে। কিন্তু এখানে পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার আগে আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা বিক্ষোভ তুলে নিজেদের কাজে ফিরেছেন। এই ঘটনায় স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে। 


মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কলকাতা পুলিশের থেকে আরজি কর কাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়েছেন। এই মামলার তদন্তে ২৫ থেকে ৩০ জনের একটি দল গঠন করেছে সিবিআই। একটি দল আজ সকালেই অভিযুক্ত সঞ্জয়কে হেফাজতে নিয়েছে। অন্য একটি দলে রয়েছে মেডিক্যাল ও ফরেন্সিক টিম।