আজকাল ওয়েবডেস্ক: মৃত্যুশয্যায় শুয়ে স্ত্রী। শেষ মুহূর্তেও স্ত্রী'কে জাপটে ধরেই থাকলেন স্বামী। হাসপাতালের মধ্যেই তাঁদের সুখী দাম্পত্যের চিহ্ন রেখে দিলেন। যা দেখেই চোখে জল চিকিৎসক, নার্স থেকে অন্যান্য রোগীদের।

 

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৭ অক্টোবর ৪৪ বছর বয়সি মনীষা রাঠোরকে 'ব্রেইন ডেড' ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। তখনই এক বড় পদক্ষেপ করলেন তাঁর স্বামী ভূপেন্দ্র রাঠোর। স্ত্রীর মৃত্যুর পর তাঁর কিডনি ও চোখ দান করবেন বলে জানান তিনি। হাসপাতালে আর্জি জানাতেই শুরু হয় প্রক্রিয়া। মানসিকভাবে ভেঙে পড়লেও মৃত্যুশয্যাতেই দাম্পত্যের চিহ্ন রেখে স্ত্রী'কে চিরবিদায় জানালেন ভূপেন্দ্র। 

 

মনীষার পাশেই শুয়েছিলেন ভূপেন্দ্র। হাসপাতালে সকলের সামনেই মনীষাকে শেষবারের মতো সিঁদুর পরিয়ে দেন তিনি। এরপর কিছুক্ষণ পরেই মনীষার অঙ্গদানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভূপেন্দ্রর এমন কাণ্ডে কেঁদে ফেলেন সকলে। শনিবার ইন্দোরে গ্রিন করিডোর করে মনীষার কিডনি ও চোখ পৌঁছে দেওয়া হয় দু'টি ভিন্ন হাসপাতালে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভাইফোঁটায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন মনীষা। গত বৃহস্পতিবার সেখান থেকে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় মনীষা ও ভূপেন্দ্র দু'জনেই আহত হন। হাসপাতালে ভর্তি করানোর পর মনীষার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার তাঁকে 'ব্রেইন ডেড' ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার তাঁর কিডনি ও চোখ দান করা হয়েছে।