আজকাল ওয়েবডেস্ক: আজব কাণ্ড। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের স্টোর হাউস বা মালখানা রয়েছে লোধি কলোনিতে। সেখানে যাবতীয় চুরি যাওয়া জিনিসপত্র, বাজেয়াপ্ত টাকা, সোনা-দানা রাখা থাকে। এবার সেই মালখানাতেই চুরির ঘটনা, চোর খোদ হেড পুলিশ কনস্টেবল! তদন্তে সিসিটিভি দেখে শনাক্ত করা হয়েছে যে হেড কনস্টেবল খুরশিদ এই চুরি করেছে। তাঁকে গত শনিবারই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পদস্থ আধিকারিক জানিয়েছেন যে, খুরশিদ শুক্রবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের মালখানা থেকে প্রায় ৫১ লক্ষ টাকা নগদ, বিপুল পরিমাণ গয়না নিয়ে পালিয়ে যায়। তবে, মালখানার ইনচার্জ ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাটি জানতে পারেন।

খুরশিদ আগে মালখানায় কর্মরত থাকলেও দিন কয়েক আগেই তাঁকে পূর্ব দিল্লিতে বদলি করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে মালখানায় যান খুরশিদ। স্বাভাবিকভাবেই হেড কনস্টেবলকে দেখে কারও কোনও সন্দেহ হয়নি। সেই অছিলায়  মালখানায় ঢুকে নগদ ৫১ লক্ষ টাকা, প্রচুর গয়নাগাঁটি চুরি করেন। তারপর বেরিয়ে যান। কিন্তু কারোর কোনও সন্দেহ তখন হয়নি। তবে মালখানার জিনিস অডিটের সময় চুরি ঘটনা সামনে আসে। হিসেব না মিলতেই হইহই পড়ে যায়। দায়ের হয় এফআইআর। তদন্তে সিসিটিভি দেখে হেড কনস্টেবল খুরশিকে পাকড়াও করা হয়।