আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আসরে ঢোকার মুখে তাড়া তাড়া নোট ওড়াচ্ছিল বরযাত্রীরা। ব্যান্ডপার্টির সঙ্গে হুল্লোড়ে ব্যস্ত ছিলেন সকলে মিলে। তার মধ্যেই কিশোর দেখতে পেয়েছিল, কিছু নোট ছাদের উপর পড়েছে। দৌড়ে গিয়ে তা কুড়োতে গিয়েছিল। তাতেই ঘটল বিপত্তি। ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছরের কিশোরের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপাতে। জানা গেছে, রোহতক থেকে বরযাত্রীরা এসেছিল তাজপুর গ্রামের একটি ফার্ম হাউসে। বিয়েবাড়ির সামনে টাকার বৃষ্টি হচ্ছিল। গুচ্ছ গুচ্ছ নোট ওড়াচ্ছিল বরযাত্রীরা। গ্রামের বাসিন্দারা সেসব দেখতে ভিড় জমিয়েছিলেন। ছাদের উপরে উঠে টাকা কুড়োতে গিয়েছিল ১৪ বছর বয়সি ওই কিশোর। বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঝলসে যায় সে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। দ্রুত তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরের পরিবার অত্যন্ত গরিব। বাবা শ্রমিক হিসেবে কাজ করেন। এত টাকা একসঙ্গে দেখে, পরিবারের কথা ভেবেই কুড়োতে গিয়েছিল সে। তাতেই মর্মান্তিক পরিণতি হল তার। বিয়েবাড়িতেও শোকের ছায়া নেমে এসেছিল এই ঘটনায়।
