আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত স্বামী। বিয়ের পর থেকে একাধিকবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। সম্প্রতি একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কেও রয়েছেন। এবার রীতিমতো প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্বামী। তাঁর ধারণা, প্রেমিককে নিয়ে মুসকানের মতো স্ত্রী তাঁকে খুন করতে পারেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, অমিত কুমার সেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা। প্রাণহানির আশঙ্কায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকী মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও সাহায্য চেয়েছেন। তাঁর দাবি, মিরাট কাণ্ডের পুনরাবৃত্তি ঘটতে পারে। মিরাটে প্রেমিক সাহিল ও মুসকান মিলে স্বামীকে খুন করে ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট চাপা দিয়ে রেখেছিল। যে নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে তোলপাড়। অমিতের আশঙ্কা, মুসকানের মতোই স্ত্রীর হাতে তিনি খুন হতে পারেন।
অমিত জানিয়েছেন, বিয়ের পর স্ত্রী একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন। এখনও তাঁর একাধিক প্রেমিক রয়েছেন। একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন স্ত্রী। দিন কয়েক আগেই ছোট মেয়েকে নিয়ে গেছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁদের বড় ছেলে হর্ষকে স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করেছেন। এবার তাঁর পালা। পথের কাঁটা সরাতে তাঁকেও খুন করতে পারেন স্ত্রী।
প্রাণহানির আশঙ্কায় বারবার থানায় অভিযোগ জানিয়েছেন অমিত। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এবার মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। বিষয়টি তারা খতিয়ে দেখছে। অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করবে।
