আজকাল ওয়েবডেস্ক: গোয়ালিয়রে ভয়াবহ কাণ্ড। প্রকাশ্যে যুবতীকে অপহরণের চেষ্টা করা হলো। একেবারে পুলিশের নাকের ডগায় এমন কাণ্ড! অভিযোগ, তিন জন পুরুষ একটি অটোয় চেপে দিনের আলোয় এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে পদভ মহিলা থানা থেকে মাত্র পঞ্চাশ পা দূরে।
সিসিটিভি ক্যামেরায় হেনস্থার এই পুরো ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, সকাল ১১টা নাগাদ যুবতী হেঁটে কলেজে যাচ্ছিলেন। কাছেই একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এরপর অটোরিকশাটি হঠাৎ তাঁর পিছনে চলে আসে। ভিতর থেকে এক জন তাঁর হাত চেপে ধরে, অন্য জন গাড়ি থেকে নেমে তাঁর পা ধরে উপরে তোলার চেষ্টা করে। জানা গিয়েছে, অটোচালক নাকি বাকিদের চিৎকার করে বলছিল, 'জোর করে ওকে গাড়িতে ঢোকা'।
তবে, ওই কলেজ ছাত্রী সেখানে অসাধারণ সাহস দেখান। তিনি ধস্তাধস্তি করে দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেন। এরপর দ্রুত সাহায্যের জন্য তিনি থানার দিকে ছুটতে শুরু করেন। কিন্তু পুলিশ কিছু বুঝে ওঠার আগেই, দুষ্কৃতীরা অটোরিকশাটি সেখানেই ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর অত্যন্ত আতঙ্কিত হয়ে যুবতী প্রথমে বাড়ি ফিরে যান। পরে তিনি থানায় এসে অভিযোগ দায়ের করে।
খবর অনুযায়ী, পুলিশ অটোটি বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের তল্লাশি চলছে।
জানা গিয়েছে, যেখানে এই ঘটনা ঘটেছে, সেই এলাকাটি এক মহিলা পলিটেকনিক কলেজ আর একটি মহিলা থানার ঠিক মাঝখানে। অর্থাৎ, এই জায়গাটি মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ থাকার কথা। কিন্তু সেখানেই সম্প্রতি এহেন ভয়াবহ কাণ্ড ঘটে গেল।
পদভ থানার ইন্সপেক্টর শৈলেন্দ্র ভার্গব জানিয়েছেন, "আমরা অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা তাদের খুব তাড়াতাড়িই চিনে ফেলব। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।"
খবর অনুযায়ী শহরের এটি সবচেয়ে ভিড়ের এলাকা। থানার এত কাছে, এমন দুঃসাহস দেখিয়ে অপহরণের চেষ্টার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয় ছড়িয়ে পড়েছে।
"এমন বেপরোয়া আচরণ এমন জনবহুল এলাকায় কীভাবে ঘটতে পারে?" প্রশ্ন ছুড়েছেন অনেকে৷
