আজকাল ওয়েবডেস্ক: গুরুগ্রাম পুলিশ শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ডিরেক্টর এবং তাঁর ব্যক্তিগত সহকারী সেজে গুরুগ্রামের রিয়েল এস্টেট ফার্ম এসবিএল রিয়েলটেক-এর মালিক সিদ্ধার্থ চৌহানের কাছ থেকে ২৫ লাখ টাকা প্রতারণা করেছেন। অভিযুক্তের নাম রবি রাজ (৪২), যিনি বিহারের নালন্দা জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রবি রাজ চৌহানকে ফোন করে নিজেকে ইডির ডিরেক্টর পরিচয় দিয়ে দাবি করেন যে, এক ফার্মের হয়ে কাজ করার বিনিময়ে তাঁকে ২৫ লাখ টাকা দিতে হবে, যারা চৌহানের নির্মিত আবাসিক কলোনিগুলিতে পেইন্টিং কাজ করেছিল।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ওই ২৫ লাখ টাকার মধ্যে থেকে রবি রাজ নিজের কমিশন হিসেবে ৪ লাখ টাকা রেখেছেন। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে, চৌহানের এসবিএল রিয়েলটেক প্রায় ৩৭ কোটি টাকা দেনার দায়ে রয়েছে বিভিন্ন কোম্পানির কাছে, যারা তাঁর কোম্পানির হয়ে কাজ করেছিল। চৌহান এই দেনা শোধ করতে অস্বীকৃতি জানিয়ে দাবি করেন যে তাঁর কোম্পানি দেউলিয়া হয়ে গেছে এবং বর্তমানে ঋণ নিষ্পত্তি করার প্রক্রিয়ায় রয়েছে।
চৌহান অভিযোগে বলেন, “অভিযুক্ত রবি রাজ ইডির ডিরেক্টর সেজে আমাকে ভয় দেখিয়ে ২৫ লাখ টাকা দাবি করে এবং না দিলে ভয়ঙ্কর পরিণতির হুমকি দেয়।” এছাড়া, রবি রাজ নিজেকে ইডির ডিরেক্টরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে আরেক ব্যক্তির সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যাকে পুলিশ পরে রবি রাজ হিসেবেই শনাক্ত করে।
চৌহান জানান, প্রথমে তিনি ২৫ লাখ টাকা পরিশোধ করেন যাতে আইনি ঝামেলায় না পড়তে হয়, তবে রাজ পরবর্তীতে আরও টাকা দাবি করে চাপ সৃষ্টি করতে থাকে।
তদন্তের পর পুলিশ রবি রাজের নম্বর ট্র্যাক করে এবং প্রতারণার ব্যাপারে সত্যতা নিশ্চিত করে। অবশেষে, গুরুগ্রাম পুলিশ অভিযুক্ত রবি রাজকে নালন্দা থেকে গ্রেপ্তার করে।
