আজকাল ওয়েবডেস্ক: নিজের বিয়ের আসরেই মর্মান্তিক পরিণতি এক পাত্রের। তাঁর বিয়ের অনুষ্ঠানে ডিজের গানের সঙ্গে বন্দুক নিয়ে নাচ করছিল এক যুবক। ঝামেলা হওয়ায়, বাবাকে বাঁচাতে গিয়ে শেষমেশ প্রাণ গেল পাত্রের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে। পুলিশ জানিয়েছে, জগদীশপুর গ্রামে বিয়ের আসরটি বসেছিল। বৃহস্পতিবার ত্রিলোকপুর গ্রাম থেকে এসেছিলেন বরযাত্রীরা। ডিজে গান চালিয়ে নাচতে নাচতে বিয়ের আসরে পৌঁছন তাঁরা। এরপর পাত্রকে বরণ করে বিয়ের মণ্ডপেও নিয়ে আসেন কনের আত্মীয়রা। ঠিক মালাবদলের আগেই ঘটল বিপত্তি।
হঠাৎ ডিজের গানের সঙ্গে নাচ করতে গিয়ে কনের কয়েকজন আত্মীয়ের সঙ্গে বরপক্ষের ঝামেলা শুরু হয়। অশান্তি দেখেই শান্ত করার চেষ্টা করেন পাত্রের বাবা। সেই সময় কয়েকজন মদ্যপ যুবক তাঁর উপর হামলা করে। লাঠি দিয়ে একজন প্রৌঢ়কে মারধর করে। মালাবদল ছেড়ে বিয়ের মণ্ডপ থেকে সোজা বাবাকে বাঁচাতে ছুটে যান পাত্র। অভিযোগ, সেই সময় পাত্রের উপরেই হামলা করে ওই মদ্যপ যুবক।
পাত্রকে মারধর করার সময় বন্দুক দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে গাজিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁর অবস্থার আরও অবনতি হয়। শুক্রবার রাতে হাসপাতালেই প্রাণ হারান ওই যুবক।
পুলিশ জানিয়েছে, একাধিক ভিডিওতে দেখা গেছে ওই মদ্যপ যুবক বন্দুক নিয়ে বিয়ের আসরে নাচ করছিল। তার প্রতিবাদ করেছিলেন কয়েকজন। সম্ভবত সেই বন্দুক দিয়ে পাত্রের উপর হামলা করে সে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
