আজকাল ওয়েবডেস্ক: লাতুরের এক সরকারি চিকিৎসদের বিরুদ্ধে বিরাট অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ। সেখানে শোনা যাচ্ছে ওই চিকিৎসক তার সহকর্মীকা নির্দেশ দিচ্ছেন কোভিডে আক্রান্ত এর রোগীকে হত্যা করার জন্য। এই অডিও ক্লিপটি ২০২১ সালের।


ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি খবর অনুসারে জানা গিয়েছে অভিযুক্ত চিকিৎসকের নাম শশীকান্ত দেশপান্ডে। তিনি উদগীর সরকারি হাসপাতালের একজন চিকিৎসক। তবে তার ভাইরাল হওয়া এই অডিও ক্লিপ নিয়ে এখন তোলপাড় সর্বত্র।


যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার স্বামী ২৪ মে একটি এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ কোভিডে আক্রান্ত হয়ে তার স্ত্রীকে এই হাসপাতালে তিনি ২০২১ সালের ১৫ এপ্রিল ভর্তি করিয়েছিলেন। এরপর তার স্ত্রী ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান। 


তবে এরপরই শুরু হয়েছে বিতর্ক। অডিও ক্লিপ যার সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল। সেখানে চিকিৎসক বলছেন, কাউকে যেন ভিতরে না যেতে দেওয়া হয়। জাস্ট এই মহিলাকে মেরে ফেল। তার মুখে মহিলার নাম স্পষ্ট শোনা গিয়েছে এই অডিও ক্লিপে। তার কাছ থেকে অক্সিজেন খুলে নেওয়া হয়েছে বলেও সেখানে শোনা গিয়েছে।

 


এই ঘটনার জেরে তদন্তে নেমেছে পুলিশ। তারা অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন। চিকিৎসকের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। অডিও ক্লিপটির সঙ্গে চিকিৎসকের গলা মিলিয়ে দেখার কাজ করা হচ্ছে। আপাতত এই চিকিৎসককে সমস্ত ধরণের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই ঘটনার জেরে রীতিমতো তোলপাড় হয়েছে সর্বত্র।