আজকাল ওয়েবডেস্ক: গুগল ডুডল। গুগল সাইটে কিছু খোঁজ করার আগে ঠিক সেই নকশাই ফুটে উঠে ব্যবহারকারীদের কাছে। নানা সময়ে দেখা গিয়েছে, বিশেষ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের নকশা ফুটে উঠে সেখানে। বিশ্বের নানা স্থানের শিল্পীরা তৈরি করেন এই নকশা।

এই মুহূর্তে প্যারিস অলিম্পিকের জ্বর বিশ্বব্যাপী। আর তার ছোঁয়া রয়েছে গুগল ডুডলেও। গত কয়েকদিনে পরপর গুগলের নকশার দিকে তাকালেই দেখা যাবে তা। কখনও প্যারিস অলিম্পিকের ক্লাইম্বিং ইভেন্ট, কখনও সাঁতার। ইভেন্ট মোতাবেক একে একে নকশা ফুটে উঠছে ব্যবহারকারীর সামনে। সাঁতারুরা কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, মঙ্গলবারের গুগল ডুডলে ফুটিয়ে তোলা হয়েছিল তা। 

বুধবারের গুগল ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ক্লাইম্বিং-কে। পাখির নকশায় ফুটিয়ে তোলা হয়েছে তা। উল্লেখ্য, ৬৮ জন পর্বতারোহী প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে বুধবার বেলা বাড়তেই জানা গেল, সোনার পদকের ম্যাচে নামতে পারবেন না ভিনেশ ফোগাত। ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক থেকে বাতিল করা হল ভারতীয় কুস্তিগিরকে। অর্থাৎ ভারতের চতুর্থ পদক হাতছাড়া। প্রতিযোগিতার দ্বিতীয় দিন সকালে ওজন মাপতে গিয়েই বিপত্তি। তাঁর ওজন ৫০ কেজির বেশি আসে। ভাগ্যের কাছে হেরে গেলেন ভিনেশ। কুস্তির নিয়ম অনুযায়ী ম্যাচের দিন সকালে কুস্তিগিরদের ওজন মাপা হয়। বুধবার সকালে ভিনেশের ওজন বেশি আসায় ৫০ কেজি বাউটে‌র যোগ্যতাঅর্জন করতে পারেননি। ১০০ গ্রাম ওজন বেশি ধরা পড়ে তাঁর। যার ফলে অলিম্পিক থেকে বাতিল করা হয় ভিনেশকে।