আজকাল ওয়েবডেস্ক: ফের নাবালিকা ছাত্রী নিগ্রহ মহারাষ্ট্রে। এবার খারাপ হাতের লেখার শাস্তি হিসেবে ছয় বছরের নাবালিকাকে চরম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ইতিমধ্যেই এ ঘটনায় শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 

 

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে থানে জেলায়। নাবালিকার পরিবারের অভিযোগ, সকাল সাড়ে এগারোটায় নাবালিকাকে পড়াতে এসেছিলেন শিক্ষিকা। কিন্তু খুদের খারাপ হাতের লেখা দেখেই রেগে লাল হয়ে যান শিক্ষিকা। শাস্তি হিসেবে লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন ওই শিক্ষিকা। পড়ানোর পর কাঁদতে কাঁদতে বাবা-মায়ের কাছে ছুটে গিয়ে অভিযোগ জানায়। তার গায়েও আঘাতের চিহ্ন ছিল। 

 

নাবালিকাকে নিয়েই থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করেনি। 

 

প্রসঙ্গত, চলতি মাসেই মহারাষ্ট্রের থানের বদলাপুরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার হয় দুই নার্সারি পড়ুয়া। সেই স্কুলেও অভিযোগ ছিল সাফাইকর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তারির পরেও বদলাপুর কাণ্ডে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র। একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে পথে নামেন বিরোধীরাও। প্রতিবাদে সামিল ছিলেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরাও।