আজকাল ওয়েবডেস্ক: ভারতে আদানি গ্রুপের নাম সকলেই জানেন। এর মালিকের নাম গৌতম আদানি। আর এবার আদানি গ্রুপের বড় একটি ঘোষণা সকলকে অবাক করে দিয়েছে। দেশজুড়ে ২ হাজার কোটি টাকা তারা অনুদান করবে। এই টাকা দিয়ে ২০ টি স্কুল তৈরি করা হবে। গৌতম আদানির ছেলে জিৎ আদানির বিয়ে উপলক্ষ্যে এই কাজ করছে আদানি গ্রুপ। জিৎ আদানির বিয়ে হয়েছে দিভা শাহের সঙ্গে। 


এর আগে আদানি গ্রুপ ৬ হাজার কোটি টাকা হাসপাতাল তৈরিতে দান করেছে। আর এবার ২ হাজার কোটি টাকা শিক্ষাখাতে তারা অনুদান হিসাবে দবে। বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধনী হিসাবে রয়েছে গৌতম আদানি। তার উপরে রয়েছে মুকেশ আম্বানি। নিজের ছেলের বিয়ে উপলক্ষ্যে আদানি গ্রুপের এই অনুদান দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছে।


এর আগে আদানি গ্রুপ সামাজিক ইস্যুতে ইতিমধ্যেই ১০ হাজার কোটি টাকা খরচ করবে বলে জানিয়ে দিয়েছে। এবার শিক্ষাক্ষেত্রে আদানি গ্রুপের এই কাজ সকলকে অনেকটাই স্বস্তি দিল। দেশের ২০ টি স্কুলে যদি এই অনুদান দেওয়া হয় তাহলে সেখান থেকে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলেই মনে করা হচ্ছে। 


আগামী ৩ বছরের মধ্যে আদানি গ্রুপের পক্ষ থেকে এই স্কুলগুলিকে তৈরি করায় জোর দেবে। সেখানে টাকার পরিমান কোনও বাধা হয়ে যাবে বলেই জানিয়ে দিয়েছে আদানি গ্রুপ। 


ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আমেরিকার আদালত। ঘুষ দিয়ে সরকারি প্রকল্পের বরাত হাসিল করা নিয়ে উত্তাল হয় পরিস্থিতি। কিন্তু প্রেসিডেন্ট্রের কুর্সিতে ট্রাম্প বসতেই বড় স্বস্তি আদানির। ঘুষ দেওয়াকে এবার আইনত বৈধ করে তুলতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 


ট্রাম্পের এই নির্দেশ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থার জন্য অত্যন্ত স্বস্তির। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে, আমেরিকা থেকে তোলা টাকায় ভারতের একাধিক রাজ্যের সরকারি আধিকারিকদের ২০০০ কোটি টাকার বেশি ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত হাসিল করাহয়েছিল। ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ফলে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর এবং সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় আমেরিকায়। বিনিয়োগকারীদের টাকায় ঘুষ দেওয়ার বিষয়টি তাঁরা চেপে যান বলে অভিযোগ ওঠে।