আজকাল ওয়েবডেস্ক: কুঁড়েঘরে বেড়ে ওঠা। বর্তমানে বিলাসবহুল প্রাসাদে বসবাস। অভাবের দিন থেকে স্বপ্নপূরণের জার্নিটা মোটেই সহজ ছিল না। একটানা পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, সততা আজ তাঁকে পৌঁছে দিয়েছে প্রাসাদের দোরগোড়ায়। সেই সফলতার কাহিনিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক যুবক। যা লক্ষ লক্ষ নেটিজেনের মন ছুঁয়ে গেছে। 

 

দিন কয়েক আগেই এক্স হ্যান্ডেলে সৌমেন্দ্র জেনা নামের এক যুবক একটি ছবি পোস্ট করেন। যেখানে পাশাপাশি দু'টি বাড়ি রয়েছে। একটি কুঁড়েঘর। অন্যটি প্রাসাদ। তার সামনে একাধিক দামি গাড়ি। কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে সৌমেন্দ্র। সঙ্গে স্ত্রী, সন্তান। ছবি দু'টি পাশাপাশি জুড়ে তিনি পোস্ট করে জানিয়েছেন, এই কুঁড়েঘরে তিনি বেড়ে উঠেছেন। বর্তমানে থাকেন দুবাইয়ের এই প্রাসাদে। 

 

সৌমেন্দ্র জানিয়েছেন, ওড়িশার রৌড়কেলায় তাঁর জন্ম। তখন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ওই কুঁড়েঘরেই তিনি ছিলেন। টানা ১৭ বছর কঠোর পরিশ্রম, সততা তাঁকে স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছে। নিজের উপার্জনে দুবাইয়ে বিলাসবহুল প্রাসাদ তিনি বানিয়েছেন। সম্প্রতি ওড়িশার ছোটবেলার বাড়িতে তিনি ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন। 

 

সৌমেন্দ্র জানিয়েছেন, 'পরিস্থিতি যাই থাকুক, স্বপ্নপূরণের ইচ্ছে থাকলে, পরিশ্রমের কোনও বিকল্প নেই। সফল হতে সময় লাগে। এর কোনও শর্টকাট নেই।' সৌমেন্দ্রের সফলতার কাহিনি উদ্বুদ্ধ করেছে বহু মানুষকে। লক্ষাধিক মানুষ সেটি লাইক করেছেন।