আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে চায়ের দোকান থেকে শুরু করে শপিং মলে নানা ধরণের পেমেন্ট, সবেতেই এখন চলছে ইউপিআই। জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে এই পেমেন্ট সিস্টেম। প্রতিটি লেনদেনের পর আপনার কাছে একটি করে নোটিফিকেশন আসে। যদি ভাল করে খেয়াল করেন তাহলে দেখা যায় এখানে বেশ কয়েকটি নম্বর থাকে।
১ ফেব্রুয়ারি থেকে এইসব ইউপিআই পেমেন্ট করার পর একটি বড় বদল হতে চলেছে। এবার থেকে পেমেন্ট করার পর আর কোনও ধরণের নোটিফিকেশন আসবে না। এটি জানিয়ে দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারা জানিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত যে ব্যবস্থা চলছিল সেখানে নতুন কিছু করা হল। টেকনিক্যালি বিষয়টিকে পরিষ্কার করার জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে।
দেশের কোটি কোটি মানুষ বর্তমানে ইউপিআইতে নিজেদের লেনদেন করে থাকেন। সেদিক থেকে দেখতে হলে যদি সুরক্ষার দিকটি আরও বেশি নিশ্চিত না করা হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসা যাবে না। ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে হিসাব দেখা গিয়েছে সেখান থেকে দেখা যায় ১৬.৭৩ বিলিয়ন মানুষ ইউপিআই-তে পেমেন্ট করছেন। এর মাত্রা আগামীদিনে আরও বাড়বে। তাই সুরক্ষার দিকটি আগে থেকেই আরও বেশি করে নজরে রাখতে হবে।
প্রতি মাসেই বাড়ছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা। নভেম্বর মাসে যেখানে এই সংখ্যা ছিল ২১.৫৫ লক্ষ কোটি টাকা। ডিসেম্বরে সেই টাকার অঙ্ক হয়েছে ২৩.২৫ লক্ষ কোটি টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউপিএকে টার্গেট করেছে সাইবার অপরাধীরা। তারা ছোটো ছোটো পেমেন্টকে সঙ্গী করে নিয়ে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে বড় টাকা হাতিয়ে নিচ্ছেন। সেটাও একটি বড় কারণ।
দেশের বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এই ইউপিআই পেমেন্ট। তাই সেখান থেকে যাতে হ্যাকাররা নিজেদের কাজ না করতে পারে সেজন্যেই প্রতিটি লেনদেনের পর এবার থেকে আর কোনও নম্বর আসবে না। তাই বিষয়টি নিয়ে গ্রাহকরা যেন চিন্তা না করেন এমনটাই জানিয়েছে কেন্দ্র।
