আজকাল ওয়েবডেস্ক: ভূগর্ভস্থ জলের ট্যাঙ্কে ঢুকেছিলেন পাঁচ শ্রমিক। চলছিল পরিষ্কারের কাজ। কিন্তু কাজের মাঝ পথে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। আচমকা চারজনের দমবন্ধ যায় শ্রমিকদের। ছটফট করতে থাকেন তাঁরা। শেষে চারজনেরই মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে যে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুম্বইয়ের বিসমিল্লা স্পেস নামে একটি নির্মাণাধীন ভবনের একটি ট্যাঙ্কে পরিষ্কারের জন্য পাঁচজন ঠিকাদার শ্রমিক প্রবেশ করলে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ঘটনাস্থলে উপস্থিত অন্যরা দমকলকে খবর দেয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে নিকটবর্তী জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পরই ওই চার শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নিয়োজিত আরেকজন শ্রমিকের অবস্থা স্থিতিশীল।