আজকাল ওয়েবডেস্ক: পরপর পড়ুয়ার আত্মহত্যা ঘিরে নতুন বছরে আবারও শোরগোল রাজস্থানের কোটায়। শুক্রবারের পর, শনিবারেও দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই পড়ুয়া। পরীক্ষার চারদিন আগেই বাড়িতে চরম পদক্ষেপ নিলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মানান শর্মা নামের ওই পড়ুয়া আদতে রাজস্থানের বুন্দি জেলার বাসিন্দা ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে, গত তিনবছর ধরে কোটায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি মাসেই ছিল পরীক্ষা। বরাবরই মেধাবী পড়ুয়া ছিলেন। 

 

শুক্রবার ঠাকুরদার বাড়িতে ছিলেন। ভাইয়ের সঙ্গে একঘরে বসে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছিলেন। তারপর তাঁর ভাই অন্য ঘরে ঘুমাতে যান। সকালে মানানের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু দেহ ময়নাতদন্ত করতে দেয়নি পরিবার। 

 

পুলিশের তরফে জানানো হয়েছে, জানুয়ারি মাসে এখনও পর্যন্ত চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে কোটায়। শুক্রবার কোটায় আরও এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী হন।