আজকাল ওয়েবডেস্ক: খাবারের মান ও রেস্তরাঁগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে যদি কোনও অভিযোগ থাকে, তবে তা জানানোর পদ্ধতি এখন আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করল FSSAI। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি এক নতুন ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে খাবারে গুণমান নিয়ে প্রশ্ন থাকলে বা অপরিচ্ছন্নতা দেখলে শুধু কিউআর কোড স্ক্যান করেই আপনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

FSSAI জানিয়েছে, দেশের সমস্ত রেস্তরাঁ, হোটেল, ক্যাফে ও খাদ্য বিপণন কেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ‘Food Safety Connect’ অ্যাপের সঙ্গে যুক্ত একটি কিউআর কোড বিলিং কাউন্টার ও ডাইনিং এরিয়াতে স্পষ্টভাবে ঝুলিয়ে রাখে। শুধু অফলাইন নয়, এই কিউআর কোডটি তাদের ওয়েবসাইট ও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মেও থাকতে হবে।

FSSAI-র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে -

'জাতীয় স্তরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিকদের সক্রিয়ভাবে যুক্ত করার জন্য এই পোর্টাল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন, নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারবেন, কোনও ফুড বিজনেস অপারেটরের (FBO) লাইসেন্স বা রেজিস্ট্রেশন যাচাই করতে পারবেন, এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত প্রাসঙ্গিক ভিডিও বা প্রতিবেদন দেখতে পারবেন।'

FSSAI আরও বলেছে, 'আপনি খাবার কিনছেন মানে ক্রেতা হিসেবে আপনার কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে। আপনি যেসব খাবার বা খাদ্যপণ্য কিনছেন, তা নিয়ে অভিযোগ জানানো বা প্রতিকার পাওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সচেতন হতে হবে এবং নিজের অধিকার প্রয়োগ করতে হবে।'

অভিযোগ জানাতে হলে গ্রাহকদের https://foscos.fssai.gov.in/consumergrievance এই ওয়েব পোর্টালে যেতে হবে অথবা গুগল প্লে স্টোর থেকে ‘Food Safety Connect’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে সরাসরি অভিযোগ পোস্ট করা যাবে।

এই পদক্ষেপের মূল লক্ষ্য হল খাবারের মান, প্যাকেজিং, লেবেলিং, পরিচ্ছন্নতা বা বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত অভিযোগগুলি দ্রুত, সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ ও সমাধান করা।

অভিযোগের বিষয় হতে পারে – বাসি খাবার, পোকামাকড় বা ছত্রাক পাওয়া, ভুল লেবেলিং, বা অপরিচ্ছন্ন পরিবেশ।

কিউআর কোড স্ক্যান করার পর অভিযোগটি FSSAI-এর সংশ্লিষ্ট আঞ্চলিক আধিকারিকদের কাছেই পৌঁছে যাবে। এতে শুধু দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে না, রেস্তরাঁগুলিও বাধ্য হবে উচ্চতর মান বজায় রাখতে। একই সঙ্গে গ্রাহকের অংশগ্রহণও বাড়বে খাবারের মান নিয়ন্ত্রণে।

আরও পড়ুন-  রেকর্ড গড়লেন অমিত শাহ, পিছনে ফেললেন লালকৃষ্ণ আডবাণীকে!