আজকাল ওয়েবডেস্ক: সাপ মানেই হল নানা ধরণের কল্পনা। সেখানে সাপের রং, চরিত্র, হামলা, খাবার সবই যেন অনেকের চোখে তাকে রহস্যময় করে তুলেছে। ভারতের মতো দেশে নানা ধরণের সাপ দেখা যায়। ফলে সেখান থেকে তাদের নিয়ে প্রচলিত নানা কথা রয়েছে। তবে সেগুলি কতটা সঠিক তা অনেকেই জানেন না।
অনেকে মনে করেন সাপেরা নাকি দুধ খায়। নাগপঞ্চমীর দিনে এটি যেন সকলের মুখে মুখে ফেরে। তবে এটা অনেকেই জানেন না সাপ কখনই দুধ খায় না। এটা তাদের বিষকে নষ্ট করে দেয়। দুধ তাদের সহজে হজমও হয় না। অনেকে সাপকে জোর করে দুধ খাওয়াতে যান। সাপের পক্ষে এটা সঠিক নয়।
সাপ নাকি ফনা তুলে নাচে। তার সামনে যদি বিন বাজে তাহলে সে নাকি সেটা শুনতে পায়। তবে জেনে রাখুন সাপ কখনই শুনতে পায় না। তার কান নেই। তবে তার সামনে যে বিন বাজায় তার দিকে তাকিয়ে সে এদিক ওদিক নড়াচড়া করে। সেটাই সকলের কাছে সাপের নাচ।
বিভিন্ন সিনেমাতে দেখা যায় সাপ নাকি প্রতিশোধ নেয়। নিজের ক্ষতি করা ব্যক্তিকে খুঁজে বের করে তাকে মেরে ফেলে। সাপের বুদ্ধি একটা জোরালো হয় না। তবে সামনে পেলে কাউকে সে ছোবল মারতেই পারে।
সাপের বিষ নাকি তার রং দেখে চেনা যায়। এটাই সঠিক নয়। অনেক সাপ এমন রয়েছে যারা দেখতে তেমন না হলেও তাদের এক কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার এমন অনেক সাপ রয়েছে যাদের দেখতে ভয়ঙ্কর হলেও তাদের বিষ নেই বললেই চলে।
অনেকে সাপের কামড় খেলে নানা ধরণের টোটকা করেন। তবে এগুলি না করে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। নাহলে বিষের চোটে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সাপকে দেখুন বিজ্ঞানের দিক থেকে কোনও গুজবের দিক থেকে নয়। তাতেই সকলের ভাল হবে।
