আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড। মেনুতে রয়েছে মাছ। পাতে মাছের পদ পরিবেশন করতেই আনন্দের আবহে হঠাৎ তুমুল অশান্তি। বরযাত্রী ও কনেপক্ষের হাতাহাতিতে আহত বহুজন। এই পরিস্থিতিতে মাছের গন্ধ শুঁকে বিয়ের পিঁড়ি ছেড়ে পালিয়ে যান পাত্র। যা ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পাথেরওয়া গ্রামে। বিয়েবাড়িতে সকলেই তুমুল হুল্লোড় করছিলেন। রাতে খাবার পরিবেশনের সময় ঘটে বিপত্তি। বরযাত্রীরা খেতে বসে দেখেন, মেনুতে রয়েছে মাছ। যা দেখে ক্ষেপে যান সকলে। সামান্য বাকবিতণ্ডার পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বর-কনের আত্মীয়রা। ঝামেল এমন পর্যায়ে পৌঁছয়, যখন লাঠি নিয়ে বরযাত্রীদের উপর হামলা করা হয়। বরযাত্রীদের মধ্যে কয়েকজন মত্ত অবস্থায় কনের আত্মীয়দের মারধর করেন। 

মারামারির আবহে বিয়ের পিঁড়ি ছেড়ে পালিয়ে যান পাত্র। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও অশান্তি থামেনি। তার মধ্যে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। শুরু হয় পাত্রের খোঁজ। 

পুলিশ জানিয়েছে, গভীর রাতে পাত্রের খোঁজ পাওয়া গেলেও, প্রথমে বিয়ে করতে তিনি রাজি হননি। দু'পক্ষের মধ্যে অশান্তি থেমে যাওয়ার পর পাত্রকে বিয়ের জন্য রাজি করানো হয়। মারামারির জেরে একজন মাথায় গুরুতর চোট পান। তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে।