আজকাল ওয়েবডেস্ক: অক্টোবর পড়ে গিয়েছে দিন কয়েক আগেই। প্রথম সপ্তাহ শেষ হতে চলল। আর অক্টোবরের শুরু থেকেই একেবারে ছুটির আমেজ। বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো, দুর্গাপুজো এখনই। এছাড়াও, মাসভর অনুষ্ঠান, উৎসব। কী বলছে তালিকা?

 

 

এই দেশের উৎসবগুলির মধ্যে রয়েছে প্রাণ। প্রতিটি উৎসব প্রতিফলিত করে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে,ভাবনাকে, বিশ্বাসকে। তাতে সামিল হন হাজার হাজার মানুষ। এবছর অক্টোবর মাসেই রয়েছে একগুচ্ছ উৎসব, পুজো। যেমন দুর্গাপুজো তালিকায়, তেমন রয়েছে নবরাত্রি, কালীপুজো। প্রতিটি উৎসবের যেমন রয়েছে নিজস্ব অর্থ, তেমনই জায়গা ভেদে রয়েছে পালনের পন্থা। 

 

 

চলছে নবরাত্রি। এই নবরাত্রির প্রথম দিনকে বলা হয় প্রতিপদ, উৎসবের শেষ দিন নবরাত্রি বলে পরিচিত। এবছর এই নবরাত্রি শুরু হয়েছে ৩ অক্টোবর শেষ হবে অক্টোবর ১২।

 

এর মাঝেই রয়েছে, ষষ্ঠী থেকে দশমী, দুর্গাপুজো উদযাপন। অক্টোবর ২০২৪- এ ৮ থেকে ১৩ চলবে এই পুজো। 

 

তালিকায় রয়েছে দশেরা। এছাড়া এই মাসেই রয়েছে আলোর উৎসব। এই দেশে সর্বাধিক পালিত, আনন্দ উচ্ছ্বাসের উৎসব দীপাবলি, দিওয়ালি। আলোর এই উৎসব মানুষের মনে সবসময় বড় একটা অংশ নিয়ে রাখে। দীপাবলির সময়, ঘর থেকে রাস্তা, আলোয় সেজে উঠে চরাচর। মাসের ৩১ তারিখ পালিত হবে এই উৎসব।।

 অক্টোবর ২০- করবা চৌথ পালিত হবে। 

অক্টোবর ২৯- পালিত হবে ধনতেরাস