আজকাল ওয়েবডেস্ক: মেয়ে প্রথমবার রান্না করেছে। বলা ভাল, প্রথমবার রান্না করার চেষ্টা করেছে। সেই খাবার থালায় সাজিয়ে বাবাকে দিয়েছিল। যা মুখে তুলতেই হতবাক বাবা। রীতিমতো তাঁর চোখ ছানাবড়া। মেয়ের হাতের রান্না চেখে দেখার পর বাবার প্রতিক্রিয়া দেখে বেজায় মজা পেলেন নেটিজেনরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মজাদার একটি ভিডিও। দেখা গিয়েছে, একটি বিছানায় বসে রয়েছেন এক ব্যক্তি। পাশে তাঁর স্ত্রী। তাঁর সামনে থালায় খাবার সাজিয়ে পরিবেশন করেছে মেয়ে। রয়েছে সামান্য পোলাও, খানিকটা মটরের তরকারি, আর কিছু মিষ্টি। খাবার মুখে তুলতেই চমকে গেছেন ওই ব্যক্তি। বারবার খেয়েও চলেছেন। 

সেই সময়েই মেয়ে বাবাকে জিজ্ঞাসা করে, খাবারের স্বাদ কেমন হয়েছে? নুন, মশলা সব ঠিক আছে তো? তার উত্তরে ব্যক্তি জানান, 'আমার জীবন সার্থক। খাবার মুখে তুলে মনে হচ্ছে, যেন যা অন্নপূর্ণা স্বর্গ থেকে নীচে এসে খাবার বানিয়ে দিয়েছেন।' বাবার মুখে প্রশংসা শুনেই মেয়ে বলে, 'জানি, এতটাও ভাল হয়নি। তুমি বেশিই প্রশংসা করো।' 

বাবা-মেয়ের আদুরে ভিডিও দেখে অনেকেই তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন পোস্টে। একজন লিখেছেন, 'পৃথিবীর সব বাবা এমনই। মেয়ের খুঁত কখনও দেখতে পান না। আমার বাবাও এমন করেছিলেন।' একজন আবার লিখেছেন, 'ভিডিওটি দেখে নিজের পরিবারের কথা মনে পড়ল।'