আজকাল ওয়েবডেস্ক : দুচাকার যানবাহনের ক্ষেত্রে এই নতুন গাড়ি সকলকে তাক লাগিয়ে দিয়েছে। প্রতিষ্ঠানের বিক্রিও বাড়ছে ঝড়ের গতিতে। যেভাবে অন্য প্রতিষ্ঠানগুলি তাদের স্কুটার বাজারে নিয়ে আসার জন্য নানা অফার দিয়েছে। সেখানে নতুন ধরণের এই স্কুটার সকলকে চমকে দিয়েছে। এটি বাজারে আসার পর থেকেই সকলের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে।

 

বর্তমানে এটি উত্তরপ্রদেশে দেখা গিয়েছে। তবে দ্রুত দেশের অন্য প্রান্তে এই স্কুটার দেখা যাবে। এটি চালাতে হলে কোনও ব্যালেন্স করার দরকার নেই। এই বিদ্যুতচালিত স্কুটারটি নতুন চালক থেকে শুরু করে বাড়ির মহিলা, প্রবীণ ব্যক্তি সকলেই চালাতে পারবেন। এর বসার জায়গা এমন করা হয়েছে যেখানে শুধুই আরাম পাওয়া যাবে। পিছনেও বসার জায়গা এমন করা হয়েছে যেখানে বেশ কয়েকজন আরামে বসতে পারবেন।

 

এমনকি হেলান দিয়ে বসার ব্যবস্থাও করা হয়েছে। দেখতেও বেশ নজরকাড়া এই মডেলটি। রয়েছে এলইডি লাইট এবং ফাইবার বডি। রয়েছে ডিস্ক ব্রেকের ব্যবস্থাও। সামনের দিকেও এমন বসার জায়গা রয়েছে যেখানে চালকের পাশে আরও একজন আরামে বসতে পারবেন। সামনের সিটকে সামনে বা পিছনের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। রয়েছে একটি স্টোরেজ বক্স। সেখানে দরকার জিনিসগুলি রাখতে পারবেন।

 

পিছনের সিটের কাছে রয়েছে চার্জিং পয়েন্টও। এর ব্যাটারি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে দীর্ঘসময় ধরে মোবাইল চার্জ দিলেও গাড়ির গতিবেগ কমবে না। একবার চার্জ দিয়ে দিলে ৬০ কিলোমিটার পর্যন্ত আরামে চলতে পারে এই স্কুটারটি। চার্জ হতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা। এবার আসি এর দামের কথায়। এই আরামদায়ক স্কুটারটি মিলবে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকায়।