আজকাল ওয়েবডেস্ক: দিন জানিয়ে দেওয়া হয়েছে কবে শপথ নেবনে মন্ত্রীরা, অথচ এখনও জোটের জটিলতা সমাধান করে মহারাষ্ট্রে মহাজোট জানাতেই পারেনি মুখ্যমন্ত্রীর নাম। দৌড়ে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিস থাকলেও, দিন কয়েক আগেই পরিস্কার হয়ে গিয়েছে, দৌড় থেকে ছিটকে গিয়েছেন একনাথ শিন্ডে। জল্পনা ছিল, মহারাষ্ট্রের কুরশির জন্য এবার আর সমঝোতার পথে হাঁটবে না গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদে বসবেন ফড়নবিসই। অজিত পাওয়ার একপ্রকার জল্পনায় সিলমোহর দিয়ে দিয়েছেন।

রাজধানীর রাজনীতিতে গুঞ্জন, এবার মুখ্যমন্ত্রী পদ না পেলেও উপমুখ্যমন্ত্রী হবেন শিন্ডে। কিন্তু তাতেও ট্যুইস্ট। জল্পনা, শিন্ডে নয়, এবার তাঁর ছেলে শ্রীকান্ত বসবেন উপমুখ্যমন্ত্রীর আসনে। প্রশ্ন ছিল, এই দফায় কি তাহলে দুই শীর্ষ পদের কোনওটাই থাকছে না শিন্ডের জন্য। সোমবার শ্রীকান্ত শিন্ডে জানিয়ে দিয়েছেন, এই জল্পনা একপ্রকার মিথ্যে এবং ভুল। তিনি নিজে কোনও উপমুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। ক্ষমতার প্রতি তাঁর কোনও লোভ নেই বলেও সাফ জানিয়েছেন একনাথ-পুত্র।

মহারাষ্ট্র নিয়ে জল্পনার মাঝেই একনাথ শিন্ডে গিয়েছিলেন তাঁর গ্রামের বাড়িতে। সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত গোষ্ঠী) জোট মহায়্যুতি। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা ঘোষণা করেনি মহাজুটি। এর পর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই নিজের গ্রাম সাতারায় চলে যান শিন্ডে। জল্পনা শুরু হয়, মহায়্যুতির অন্দরে ভাঙন ধরেছে। সেই জল্পনায় রবিবার জল ঢেলে দিলেন একনাথ। সোমবার সর্বভারতীয় সংবাদ সংস্থা জানায়, শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়ে দেবেন্দ্র ফড়নবিস ফোন করেছিলেন একনাথ শিন্ডেকে।  তবে জল্পনা, শিন্ডে জোর দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে।