আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর মেট্টুর বাঁধের কাছে কাবেরী নদীর মধ্যবর্তী এলাকায় একটি চরে আটকে পড়েছিল ওরা। এক দিন নয়, প্রায় তিনদিন আটকে সেখানে। কোনও খাবার ছাড়াই। সারমেয়গুলিকে উদ্ধারের পথে এখনও উদ্ধার করা যায়নি। তবে অভুক্তদের জন্য ব্যবস্থা হল। বিরিয়ানি খাওয়ালেন উদ্ধারকারীরা। 

মাটির বাঁধের জল বেরিয়ে আসার ঘটনা ভাইরাল হয় ড্রোন ফুটেজে। ওই ফুটেজে প্রথমে কাবেরীর মধ্যবর্তী চরে প্রথমে একটি কালো সারমেয়কে দেখা যায়। মেট্টুর ফায়ার স্টেশন অফিসার একটি সারমেয় দেখতে পেয়েই তৎক্ষণাৎ খোঁজ শুরু করতে বলেন। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, তারপরেই আরও ৬টি সারমেয়র উপস্থিতি লক্ষ্য করা যায়। যারা সেখানে আটকে পড়েছিল। আচমকা জলপ্রবাহের মাঝে সেগুলি এর লোকালয়ে ফিরে যেতে পারেনি। উল্টে নদীর শুকনো যে জায়গায় আশ্রয় নিয়েছিল, বাঁধের জল ছাড়ার কারণে ওই জায়গাও জলমগ্ন হয়ে যায়। প্রায় তিনদিন সেগুলি অভুক্ত থাকার পর, ড্রোনের মাধ্যমে তাদের অবস্থান দেখে বিরিয়ানি পৌঁছে দেন উদ্ধারকারীরা।

কিন্তু তারা উদ্ধার হবে কীভাবে? পরিকল্পনা হয়, ড্রোন ব্যবহার করে দেখা হবে তাদের অবস্থানস্থল, এবং খাবার রাখা হবে সেখানে একটি খাচার মতো পরিকাঠামোর ভেতর। সারমেয়গুলি সেখানে এলেই আটকে দেওয়া হবে ওই খাঁচা।