আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে খেলা দেখার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সুযোগ থাকে টাকা কামানোরও। বিভিন্ন ফ্যান্টাসি লিগে টিম বানিয়ে পয়েন্ট কামাতে পারলেই থাকে কোটিপতি হওয়ার সুযোগ। আর সেই টিম বানিয়ে কয়েক ঘণ্টায় কোটিপতি হয়ে গেলেন ছত্তিশগড়ের জশপুর জেলার পাথালগাঁওয়ের এক আদিবাসী পরিবারের সদস্য জগন্নাথ সিং। ফ্যান্টাসি লিগে দল গঠন করে ১ কোটি টাকা জিতে নজির গড়েছেন তিনি। জানা গিয়েছে, গত ২৩ মার্চ ম্যাচ ছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের।
সেই ম্যাচ চলাকালীন জগন্নাথ নিজের ক্রিকেট জ্ঞান ও কৌশল কাজে লাগিয়ে একটি দল গঠন করেন। অধিনায়ক হিসেবে জেকব ডাফি এবং সহ-অধিনায়ক হিসেবে হ্যারিস রউফকে নির্বাচন করেছিলেন তিনি। জানা গিয়েছে, তাঁর বানানো দল মোট ১,১৩৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে পৌঁছে যায় এবং তিনি গ্র্যান্ড প্রাইজ হিসেবে ১ কোটি টাকা জিতে নেন। এই সাফল্যে খুশির বন্যা বয়ে গিয়েছে পাথালগাঁওয়ের গোধিকালান গ্রামে। গ্রামবাসীরা আনন্দে জগন্নাথের বাড়ির সামনে ভিড় জমান, মিষ্টি বিতরণ করেন এবং গর্বের সঙ্গে তাঁর জয় উদযাপন করেন।
জগন্নাথ জানান, তিনি ইতিমধ্যেই ৭ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তুলেছেন এবং ধীরে ধীরে পুরো অর্থ পেয়ে যাবেন। এই অর্থের সঠিক ব্যবহার করতে চান তিনি। নিজেদের জন্য একটি বড় পাকা বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমানে তাঁর বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অনুমোদিত হয়েছে। তবে নিজের বড় বাড়ি তৈরি করতে চান তিনি। বাবার চিকিৎসা করিয়ে চাষের জন্য ট্রাক্টর কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন জগন্নাথ। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘কখনও ভাবিনি যে এমন সুযোগ আসবে’। জানা গিয়েছে, জগন্নাথের কোটিপতি হওয়া দেখে গ্রামজুড়ে ফ্যান্টাসি লিগ খেলার ধুম পড়ে গিয়েছে।
