আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হলেন এক পরিবারের একাধিক সদস্য। যাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও কয়েকজন। পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের মধ্যে এক শহরের তিন বাসিন্দা রয়েছেন। এরপরই বৃহস্পতিবার দম্বিভলি শহরে অঘোষিত বন্ধ পালিত হচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের থানে জেলায় শহর দম্বিভলি। অন্যান্য দিন জমজমাট থাকে শহর। মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলায় এই শহরের তিন বাসিন্দার মৃত্যুর খবর পৌঁছতেই, ভোল বদলে যায়। শহর জুড়ে বিষাদের ছায়া। পরিবারের পাশাপাশি শোক পালন করছেন গোটা শহরের বাসিন্দারা।
পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের তালিকায় রয়েছেন, সঞ্জয় লালে, হেমন্ত জোসি, অতুল মোনে। তাঁরা সকলেই পরিবারের সঙ্গে গরমের ছুটিতে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। সঞ্জয়ের স্ত্রীয়ের তুতো ভাই হেমন্ত ও অতুল। জঙ্গি হামলায় এই পরিবারের আরও এক সদস্য আহত হয়েছেন। ভর্তি রয়েছেন হাসপাতালে।
বুধবার তাঁদের দেহ পৌঁছয় শহরে। সেদিন অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বৃহস্পতিবার অঘোষিত বন্ধ পালিত হয় শহরে। সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি পরিষেবা চালু রয়েছে শুধুমাত্র। দোকানপাট বন্ধ রয়েছে আজও।
