আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি ক্লিনিকের পেসক্রিপশন ভাইরাল হয়েছে। সেই পেসক্রিপশনে চিকিৎসকের যোগ্য দেখে চক্ষু ছানাবড়া। গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশের হরদই শহরের জাহিদপুর অঞ্চলে অবস্থিত শ্রীবাস্তব ক্লিনিকের ওই ভাইরাল পেসক্রিপশনে দেখা যাচ্ছে, একজন চিকিৎসক রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন! তবে ওই পেসক্রিপশনের সত্যতা 'আজকাল ডট ইন' যাচাই করেনি।

দিন কয়েক আগে ইনস্টাগ্রামের সংযুক্ত প্ল্যাটফর্ম, থ্রেড-এ @medicinefile অ্যাকাউন্টে ওই পেসক্রিপশনটি শেয়ার করা হয়েছিল। প্রেসক্রিপশনে দুই ডাক্তারের নাম ছিল। একজন: ডা. দীনেশ শ্রীবাস্তব। তাঁর যোগ্যতা BAMS। তাঁকে চিকিৎসক এবং সার্জন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, যা স্পষ্টতই একজন মেডিকেল ডিগ্রি।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by MR Group Agency (@mrgroupagency)