আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ৭০ বছর বয়সী এক মহিলা চিকিৎসককে ভুয়ো 'ডিজিটাল অ্যারেস্ট' করা হয়েছে। ভুয়ো অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা লুটে নেয় প্রতারকরা। আট দিন ধরে 'ডিজিটাল গ্রেপ্তার' করে রাখা হয় চিকিৎসককে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মে মাসে টেলিকম বিভাগের কর্মী অমিত কুমার নাম নিয়ে একজন ফোন করেন চিকিৎসককে। তিনি বলেন যে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য তাঁর ব্যক্তিগত তথ্য সহ একটি সিম কার্ড কেনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তাঁকে একাধিক নথি পাঠিয়ে দাবি করেছেন যে এগুলি সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আরবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলির কাছ থেকে এসেছে।
পুলিশের পোশাক পরা একজন ব্যক্তি ভিডিও কলে তাঁর স্বামীর সঙ্গে কথা বলেন। এরপর চিকিৎসক মামলাটি সম্পর্কে নিশ্চিত হন। তাঁকে আট দিনের জন্য ভিডিও নজরদারিতে রাখা হয়। ঘটনাটিকে 'ডিজিটাল গ্রেপ্তার' বলা হয়েছে। এহেন পরিস্থিতিতে প্রতি ঘন্টায় চিকিৎসককে তাঁদের কাছে রিপোর্ট করতে বাধ্য করা হয়। ভয়ে তিনি তাঁকে দেওয়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩ কোটি টাকা পাঠিয়ে ফেলেন।
৫ জুন তিনি পশ্চিম অঞ্চলের সাইবার থানায় যান চিকিৎসক ও তাঁর স্বামী। এরপর মামলা দায়ের করা হয়। তদন্তে জানা গিয়েছে অভিযুক্তরা ৮২ লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হারানো টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
