আজকাল ওয়েবডেস্ক: পাত্র মনের মতো হয়নি। আরও স্পষ্ট কথায়, পাত্র স্বপ্নের পুরুষের মতো হ্যান্ডসাম নন। বিয়ের পিঁড়িতে বসার আগেই মন ভাঙল পাত্রীর। মালাবদলের সময়েই কেঁদে ভাসালেন তিনি। বিয়ের আসরের এই মুহূর্তের ভিডিও বর্তমানে ভাইরাল সমাজমাধ্যমে। হু-হু করে ছড়িয়ে পড়েছে সমস্ত প্ল্যাটফর্মে।
বিয়ের মরশুমে সমাজমাধ্যমে নানা আচার-অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে। তার মধ্যেই একটি ভিডিওতে দেখা গেছে, পাত্রী মালাবদলের সময়ে হাউমাউ করে কাঁদছেন। তাঁর বোন, আত্মীয়রা বারবার সান্ত্বনা দিলেও, পাত্রের গলায় মালা পরানোর ইচ্ছেই তাঁর নেই। এমনকী পাত্রের মুখের দিকে তাকিয়ে, আবারও কান্নায় ভেঙে পড়েন।
জানা গিয়েছে, পাত্রের ছবি না দেখেই পাত্রী বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাঁদের বিয়ে স্থির করেছিলেন পাত্রীর বাবা। পাত্রীর পছন্দ-অপছন্দকে গুরুত্ব না দিয়েই এই পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন তিনি। এদিকে বিয়ের পিঁড়িতে বসার আগেই মন ভাঙল পাত্রীর। মালাবদলের সময়ে প্রথমবার পাত্রকে দেখেন। তারপরেই কান্নায় ভেঙে পড়েন। পাত্রের সামনে দাঁড়িয়ে, মালা হাতেই কেঁদে ভাসান তিনি।
বিয়ের আসরে আনন্দের আবহে আত্মীয়রাও হুল্লোড়ে মেতেছিলেন। নবদম্পতিকে আশীর্বাদ করতে, শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছিলেন সকলে। সকলের মাঝেই কেঁদে ভাসান পাত্রী। তাঁর বোন, আত্মীয়স্বজনরা সান্ত্বনা দিলেও, পাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাননি তিনি। সমাজমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও পাত্রীর বাবার ভূমিকার সমালোচনা করেছেন। ইতিমধ্যেই দু'দিনে ভিডিওটি দেড় কোটি মানুষ দেখেছেন।
