আজকাল ওয়েবডেস্ক: রাকেশ পাল। ইন্ডিয়ান নেভাল একাডেমির ছাত্র। ব্রিটেন থেকে পড়েছিলেন ইলেক্ট্রো অপটিক্স ফায়ার কন্ট্রোল সলিউশন নিয়ে। আইসিজিতে যোগ দেন ১৯৮৯ সালে। গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি পদে বসেন রাকেশ পাল। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । 

 

 

রাকেশ ছিলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫তম ডিজি। রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে তৎক্ষণাৎ চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজীব গান্ধী গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হয়নি। সেখানেই প্রয়াত হয়েছেন রাকেশরাকেশ পাল

 

রাকেশ পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি চেন্নাইয়ের হাসপাতালেও রাকেশ পালকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছান। কর্মজীবনে নানা সময়ে, একাধিক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন রাকেশ পাল।