আজকাল ওয়েবডেস্ক: একটি ফোন, বলা হয় তাতে, ডিজিটাল অ্যারেস্টের কথা। শুধু তাই নয়, ডিজিটাল অ্যারেস্টের কথা বলে তরুণীকে ভিডিও কলে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এবার। অভিযোগ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার।


ঘটনাস্থল মুম্বই। ২৬ বছরের তরুণীর কাছে ফোন যায় দিল্লি পুলিশের নাম করে। ওই তরুণী এক ফার্মাসিউটিক্যাল সংস্থায় কর্মরত। অভিযোগে তিনি জানিয়েছেন, ১৯  নভেম্বর প্রথম ফোন যায় তাঁর কাছে। বলা হয়, ফোন করা হয়েছে দিল্লি পুলিশ থেকে। বলা হয়, আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি নরেশ গোয়লের সঙ্গে নাম জড়িয়েছে তরুণীর। 

তারপরেই কথপোকথন সাধারণ ফোন কল থেকে ভিডিও করে যায়। তাঁকে বলা হয়, তিনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তরুণীকে হোটেল বুক করতে বলা হয়, যাতে মুখোমুখি কথোপকথন সম্ভব হয়। 

তরুণীর অভিযোগ, তিনি হোটেলে যেতেই তাঁকে তৎক্ষণাৎ ১,৭৮,০০০ টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয়। অভিযোগ, ভিডিও কলের সময় তাঁকে যৌন নিগ্রহ করা হয়। 'বডি ভেরিফিকেশন ' এর নিগ্রহ চলে বলে অভিযোগ করেছেন তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পরেই তরুণী পুলিশে যোগাযোগ করেন। অভিযোগ দায়ের করেন ২৮ নভেম্বর। মামলার তদন্ত চলছে।  উল্লেখ্য, এর আগেও নরেশ গোয়েলের নাম করে, একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছে প্রতারকরা। ফের একই নাম জুড়ে প্রতারণার শিকার তরুণী।