আজকাল ওয়েবডেস্ক: নজরে নিরাপত্তা। মুখ্যমন্ত্রী পদে বসেই, অতিশী পেলেন জেড ক্যাটাগরি নিরাপত্তা। এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি। শনিবার শপথ গ্রহণের পর, সোমবার থেকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন।
প্রটোকল অনুযায়ী, দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ থাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা। এই নিরাপত্তার জন্য দিল্লি পুলিশ মোতায়েন করেছে ২২ জন কর্মীকে। বলাই বাহুল্য, এর আগে অতিশীর এই নিরাপত্তা ছিল না।
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন তিনি। তবে সেদিন থেকেই শুরু হয়েছে বিতর্ক। সোমবারের দিল্লির মসনদের ছবি দেখে, অনেকেই বলেছিলেন রামায়ণের কথা। জেল থেকে বেরিয়ে অরবিন্দ কেজরিওয়াল নিজেই ঘোষণা করেছিলেন, তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকবেন না। নিজের জায়গা অতিশীকে দেন কেজরি। শনিবার, ২১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে, কাজ শুরু করেন সোমবার থেকে।
কিন্তু, অতিশী সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেননি। অর্থাৎ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন যে চেয়ারে বসতেন, সেই চেয়ারে বসেননি তিনি। বসেছেন তার পাশের একটি চেয়ারে। শুধু তাই নয়, অতিশী নিজেই সেদিন মনে করান রামায়ণের কথা।
কী বলেছিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী? বলেন, ‘আমি কেবল চার মাসের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করব ভরতের মতো, রামচন্দ্রের খড়ম নিয়ে।‘ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গিয়ে, রাজনীতিতে নজর গড়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তাঁর আশা, দিল্লির মানুষ পুনরায় ফেব্রুয়ারিতে কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনবেন। যদিও গেরুয়া শিবির সেদিনই অতিশীর পাশের চেয়ারে বসার ঘটনাকে কটাক্ষ করেছে।
