আজকাল ওয়েবডেস্ক: দুই পা-ই নেই। শয্যাশায়ীই থাকার কথা ছিল চিরকাল। নিজের শর্তে বাঁচার তাগিদে সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে নজির গড়লেন এক নৃত্যশিল্পী। কৃত্রিম পা নিয়ে দুনিয়া জয় করলেন তিনি। বর্তমানে তাঁকে ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। কৃত্রিম পা নিয়ে নৃত্যশিল্পীর নাচের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। 

 

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নাচের ভিডিও নিয়ে চর্চা শুরু হয়। সম্প্রতি এক নৃত্যশিল্পীর নাচের ভঙ্গিমা দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। কারণ কী? নৃত্যশিল্পীর দুই পা নেই। কৃত্রিম পা নিয়ে তিনি নাচ করেন। এমনকী তাঁর বহু ছাত্র-ছাত্রীও রয়েছে। তাঁদের নিয়মিত নাচ শেখান তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই নৃত্যশিল্পী অমৃতসরের বাসিন্দা। নাচের ক্লাসের বিভিন্ন ভিডিও তিনি সমাজমাধ্যমে শেয়ার করেন। এক জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচ করতে দেখা গেছে তাঁকে। কৃত্রিম পা নিয়ে তাঁর নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। তাঁকে স্যালুট জানিয়েছেন বহু মানুষ। 

 

কৃত্রিম পা নিয়ে নৃত্যশিল্পীর নাচের ভিডিও দেখে অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি। একজন লিখেছেন, 'বাধা সত্বেও দুনিয়া জয় করলেন আপনি'। আরেকজন লিখেছেন, 'আপনাকে দেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।' কেউ কেউ লিখেছেন, 'বাধা পেরিয়ে কীভাবে স্বপ্নপূরণ করা যায়, আপনি নতুন করে শেখালেন!'