আজকাল ওয়েবডেস্ক: গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) ও ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর (Coast Guard) যৌথ অভিযানে আরব সাগরের গুজরাট উপকূলে ভারতীয় সামুদ্রিক সীমার (IMBL) কাছে সমুদ্র থেকে ৩০০ কেজি সন্দেহভাজন মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮০০ কোটি টাকা।

১২ এপ্রিল রাতে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোররাতে শেষ হওয়া এই অভিযান চালানো হয় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। সন্দেহভাজন একটি বিদেশি মাছ ধরার নৌকা, নিরাপত্তা বাহিনীর জাহাজ দেখে মাদকভর্তি প্যাকেট সমুদ্রে ফেলে পালিয়ে যায়। পরে ডাইভার ও নৌকাবাহিনীর সদস্যরা জলে তল্লাশি চালিয়ে প্যাকেটগুলি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া মাদক বর্তমানে গুজরাট ATS-এর হেফাজতে রয়েছে এবং তারা এই ঘটনার গভীর তদন্ত শুরু করেছে।


গুজরাট উপকূল দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কচ্ছ অঞ্চলের বিচ্ছিন্ন খাঁড়ি ও ছোট ছোট বন্দরগুলোয় নজরদারির অভাব চোরাচালানকারীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে।

গত কয়েক বছরে এই অঞ্চলে একের পর এক বিশাল মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি ইরানি নৌকা থেকে ৩৩০০ কেজি মাদক উদ্ধার হয়, যার মূল্য ছিল ২০,০০০ কোটিরও বেশি। একই বছরের নভেম্বরে আরও ৭০০ কেজি মেথামফেটামিন ধরা পড়ে আরব সাগরে।
গুজরাট বর্তমানে ভারতের মাদক বিরোধী অভিযানের এক গুরুত্বপূর্ণ ময়দান হয়ে উঠেছে।