আজকাল ওয়েবডেস্ক : তিনদিনের মধ্যে উদ্ধার হল ২৪ টি কুমির। গুজরাটের ভদোদারা এখন কুমির রাজ । রাস্তা থেকে শুরু করে বাড়ির অলিগলি, সব জায়গায় এখন কুমিরের দাপাদাপি। তবে তাঁদের যত্নে ফের নদীর বুকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বমিত্রা নদীতে প্রায় ৪০০ কুমির বাস করে। গুজরাটে সাময়িক বৃষ্টির ফলে সেখানে কুমির চলে আসে শহরে। এরপর যা হওয়ার তাই। যেখানে নজর যায় সেখানে কুমিরের দাপাদাপি। এমনকি একটি বাড়ির ছাদে পর্যন্ত উঠেছে কুমির।
শুধু কুমির নয়, আরও ৭৫ টি অন্য প্রজাতির প্রাণী উদ্ধার করেছে বিশেষ দল। এদের মধ্যে রয়েছে সাপ, কচ্ছপ আরও অনেক কিছু। এরাও নদীর তীরে বাস করত। তবে এদের সকলকে ফের নিজের আস্তানায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধারকারী দল জানিয়েছে যে কটি কুমির উদ্ধার হয়েছে তাঁদের মধ্যে একটি ১৪ ফুটের কুমির রয়েছে। এটি সবথেকে বড়। বাকিগুলি ১১ ফুটের কাছে।
সাধারণ ভাবে কুমির মানুষকে আক্রমণ করে না। তারা মাছ, এবং অন্য প্রাণী খেতে পছন্দ করে। তবে মানুষ তাঁদের ভয় পাবে সেটাই স্বাভাবিক। নদীর জল কিছুটা কমার পর কুমিরগুলিকে সেখানে ফের ছেড়ে দেওয়া হয়েছে।
