আজকাল ওয়েবডেস্ক: বর্ষবরণের রাত। দেশ জুড়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার উচ্ছ্বাস ছিল দেখা মতো। কেউ কেউ সারারাত হুল্লোড়ে মেতে রইলেন বন্ধুদের সঙ্গে, কেউ আত্মীয়-পরিজনের সঙ্গে বসেই পুরনো বছর থেকে পা দিলেন নতুন বছরে। আর হুল্লোড়, আমোদ, আয়োজনের জন্য উন্নত প্রযুক্তির দিকে অনলাইন অ্যাপ থেকে চটজলদি অর্ডার দিলেন প্রয়োজনীয় সামগ্রী।
তথ্য, বর্ষবরণের রাতে, অর্থাৎ নিউ ইয়ার্স ইভ-এ অনলাইন অর্ডার অ্যাপগুলিতে সবথেকে বেশি অর্ডার হয়েছে আঙুর, কন্ডোম, কোক এবং চিপস। ব্লিঙ্কিট, সুইগি, বিগ বাস্কেটের মতো অ্যাপগুলি জানাচ্ছে তেমনটাই।
ব্লিঙ্কিট-এর যুগ্ম প্রতিষ্ঠাতা অলবিন্দর ধিন্দসা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ৩১ ডিসেম্বর রাতে তাঁর সংস্থা ২.৩ লক্ষ আলু ভুজিয়ার প্যাকেট এবং ৬৩৮৪ প্যাকেট আইস কিউব পৌঁছে দিয়েছে গ্রাহকদের দরজায়। কন্ডোম-এর বিপুল চাহিদার কথাও তিনি উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়, হিসেব দিয়েছেন এই বিষয়েও গ্রাহকদের পছন্দ কেমন। এমনকি বছরের শেষ দিনে নজড় কেড়েছে আঙুরের বিক্রি। অলবিন্দর রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করেছেন, আচমকা শেষদিনে কেন এত চাহিদা বেড়েছিল আঙুরের? সকাল থেকে বিক্রি হয়েছে সবথেকে বেশি। তবে সেখানে অনেকেই লিখেছেন, ১২টি আঙুর খেয়ে বর্ষবরণের রাতে নিজের মনের ইচ্ছের কথা জানানো বহু বছরের অন্যতম এবং জনপ্রিয় একটি প্রচলন।
ব্লিঙ্কিটের পাশাপাশি সুইগি ইনস্টামার্ট জানিয়েছে ৩১ ডিসেম্বর সন্ধের সময় প্রতি মিনিটে ৮৫৩ প্যাকেট চিপস-এর অর্ডার হয়েছে। কাপ-প্লেটের অর্ডারও হয়েছে ব্যাপক হারে।
