আজকাল ওয়েবডেস্ক: নতুন মাসের শুরুতেই বড় ধাক্কা। পয়লা সেপ্টেম্বরে বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ৩৯ টাকা। পয়লা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে সমস্ত শহরে। কোন শহরে গ্যাস সিলিন্ডারের দাম নতুন রেট কত?
ইন্ডিয়ান অয়েল কোম্পানির ওয়েবসাইট সূত্রে জানা যাচ্ছে, পয়লা সেপ্টেম্বর থেকে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৯ টাকা বেড়ে কলকাতায় হয়েছে ১৮০২.৫০ টাকা। গত মাসে যা ছিল ১৭৬৪.৫০ টাকা। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৬৯১.৫০ টাকা হয়েছে। মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬০৫ টাকা থেকে বেড়ে ১৬৪৪ টাকা হয়েছে। চেন্নাইতে দাম ১৮১৭ টাকা থেকে ১৮৫৫ টাকা হয়েছে।
প্রসঙ্গত, আগস্ট মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৮.৫০ টাকা বেড়েছিল। তবে চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। টানা ছয় মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যা খানিকটা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তের ঘরে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায়, পুজোর আগে রেস্তোরাঁয় খাবারের দাম আরও বাড়তে পারে।
